আবারও ইনজুরিতে মোসাদ্দেক

ছবি:

চোখের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরার জন্য কঠিন লড়াই করছিলেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হসেন। এরই মধ্যে এবার কাঁধের ইনজুরিতে পড়েছেন এই তিনি। বুধবার বিসিএলের পঞ্চম রাউন্ডে ফিল্ডিং করতে চোটে পড়েন এই প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট লীগের এবারের আসরে দক্ষিনাঞ্চলের হয়ে খেলছেন মোসাদ্দেক। পঞ্চম রাউন্ডে দলটি মধ্যাঞ্চলের মোকাবেলা করছে। এই ম্যাচের প্রথম দিন সঙ্গীর অভাবে ২২ রান অপরাজিত ছিলেন তিনি।
দ্বিতীয় দিন কাঁধে চোট পেলেও তৃতীয় দলের দলের প্রয়োজনে আবারও ব্যাট হাতে মাঠে নামেন তিনি। তৃতীয় দিন শেষে মোসাদ্দেক ২২ রানে অপরাজিত আছেন। শুক্রবার তার ঢাকায় ফিরে এক্সরে করানোর কথা রয়েছে।

এর পরই বোঝা যাবে এই অলরাউন্ডারের চোট কতটা গুরুতর। গতকালই তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। ২০১৭ সালের জুনে চোখের ইনজুরিতে পড়েছিলেন মোসাদ্দেক।
তবে ইনজুরি থেকে ফিরে বিপিএল খেললেও ব্যাটে বলে চমক দেখাতে পারেননি তিনি। ঢাকা প্রিমিয়ার লীগে ছিলেন রান খরায়। তারপর বিসিএলের আসরেও রানের দেখা পাননি তিনি।
এর মধ্যে আবার ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে বলতেই হয় খুবই খারাপ সময় যাচ্ছে মোসাদ্দেকের। শুক্রবার তার এক্সরে রিপোর্টের উপরই নির্ভর করছে মোসাদ্দেকের ভাগ্য।