ফুরিয়ে যাননি 'ছক্কার রাজা' গেইল

ছবি:

টি২০ ক্রিকেটের রাজা বলা হয় ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে! তবে আইপিএলের এবারের আসরের শুরু থেকেই এই তারকাকে পাত্তা দিচ্ছিলো না কেউ। নিলামে তাকে কেনার আগ্রহ দেখায়নি শীর্ষ ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে তৃতীয় দফার ডাকে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নেয় গেইলকে। একাদশ আসর মাঠে গড়ানোর পর শুরু হয় আরেক নাটক। দলটি দুই ম্যাচ খেলে ফেললেও অজানা কারণে একাদশের বাইরে ছিলেন গেইল।
গেইল একাদশে না থাকায় সমালোচনায় মেতেছিলেন খোদ ভারতীয়রাই। নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমবারের মতো একাদশে সুযোগ দেয়া হয় গেইলকে। সেই ম্যাচে মাত্র ৩৩ বলে ৬৩ রান করেন এই মারকুটে ব্যাটসম্যান।

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন গেইল। তুলে নিয়েছেন আইপিএলের এবারের আসরের প্রথম শতক। ৩৯ বলে অর্ধশতক তুলে নেয়া গেইল মাত্র ৫৮ বলে তুলে নিয়েছেন শতক।
সেঞ্চুরির ইনিংসে ১ টি চার ও ১১ টি বিশাল ছক্কা মেরেছেন এই কিংবদন্তী ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন গেইল। সেঞ্চুরির সাথে জবাব দিয়েছেন তার প্রতি অবিচারের।
সেঞ্চুরির পথে বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানকে টানা চার বলে ছক্কা হাঁকিয়েছেন। তার ঝড়ো ব্যাটিংয়েই নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৩ রানের বিশাল পুঁজি পেয়েছিলো পাঞ্জাব। পরবর্তীতে ১৫ রানের জয় নিয়েও মাঠ ছাড়তে সক্ষম হয় গেইলের দল।