বেতন বাড়েনি সাকিব-তামিমদের

ছবি:

গত বছরের এপ্রিলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের দাবির মুখে বেতন ও ম্যাচ ফি প্রায় দ্বিগুণ করা হয়। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। গুঞ্জন ছিল এবারও বাড়ছে টাইগার ক্রিকেটারদের বেতন।
তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার ক্রিকেটারদের বেতন না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শেষ হয়েছে বিসিবির কার্য নির্বা??ী কমিটির সভা। সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ ক্রিকেটার। গত বছর যে চুক্তিতে ১৬ জন ছিলেন, এবার তা ১০ জনে নামিয়ে এনেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চুক্তি থেকে বাদ পড়েছেন তাসকিন-সৌম্য-ইমরুল কায়েসদের মতো ক্রিকেটাররা।

এদিকে, গত জানুয়ারি থেকে নতুন চুক্তির মেয়াদ কার্যকর হবে। এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা দশ ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম।
‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন চার লক্ষ টাকা করে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ টাকা। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন দুই লক্ষ টাকা করে।
‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন দেড় লক্ষ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন এক লক্ষ টাকা করে। নতুন চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা কমানোর খবর আগে থেকেই জানা গেলেও বেতন বৃদ্ধি হবে না এটা হয়তো ভাবতে পারেননি টাইগার ক্রিকেটাররা।