promotional_ad

স্মিথ-ওয়ার্নারদের সামনে ইংল্যান্ডে খেলার সুযোগ

promotional_ad

বল টেম্পারিং কান্ডে জড়িয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি অজি ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরণ বেনক্রফট। স্মিথ ও ওয়ার্নারের নিষেধাজ্ঞা ১২ মাসের আর বেনক্রফট নিষিদ্ধ হয়েছেন ৯ মাসের জন্য।


এই তিন ক্রিকেটারকেই দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইংলিশ কাউন্টি দল সারের কোচ মাইকেল দি ভেনুতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইংলিশ কর্তৃপক্ষ চাইলে তিনি স্মিথ-ওয়ার্নারদের দলে নিতে চান।


২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইতালিয়ান ক্রিকেটার দি ভেনুতো। তাই স্মিথ ওয়ার্নারদের খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে তার। অজি ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটাও বেশ ভালো।



promotional_ad

সাবেক শিষ্যরা মানসিক ভাবে তৈরি থাকলে ইসিবির উচিত তাদের খেলার সুযোগ করে দেয়া। এমনটাই জানিয়েছেন ভেনুতো। এই ক্রিকেটাররা সুযোগ পেলে বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের খেলা দেখা যাবে বলেও মনে করেন তিনি।


এই প্রসঙ্গে ভেনুতো বলেছেন, ‘অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে এই পর্যায়ের ক্রিকেট খেলাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি জানি না তারা এই প্রতিযোগিতায় খেলার অনুমতি পাবে কিনা। যদি তাদের ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থা থাকে তবে ইসিবির সে অনুমতি দেয়া উচিত। সেক্ষেত্রে আমরা বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের খেলা দেখতে পাবো।’


নিষেধাজ্ঞায় পড়ে এবার আইপিএলেও খেলা হয়নি স্মিথ-ওয়ার্নারদের। তবে ইংলিশ ক্রিকেট বোর্ড চাইলে এই ক্রিকেটারদের কাউন্টি খেলার সুযোগ করে দিতে পারে। এখন দেখার বিষয় ভেনুতোর মন্তব্য ইংলিশ ক্রিকেট বোর্ডের কাছে পৌঁছায় কিনা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball