চুক্তি থেকে বাদ পড়ছেন ঘরোয়া ক্রিকেটে অনিয়মিতরা!

ছবি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে জাতীয় দলের ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে কদিন আগেই। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করবে বিসিবি।
নতুন বেতন কাঠামোতে ক্রিকেটারদের বেতন বাড়ছে। তবে, তবে এই চুক্তিতে বেশ কিছু বড় পরিবর্তন আনতে চলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাতেও পরিবর্তন আসতে পারে বলে আভাষ মিলেছে।
আগামী মঙ্গলবার বিসিবির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়ে আলোচনা করবে ক্রিকেট অপারেশন্স কমিটি। তবে এবারের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বেশ কঠোর হতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

গুরুত্ব দেয়া হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটকে। যারা ঘরোয়া ক্রিকেটের ৭৫ শতাংশ ম্যাচে উপস্থিত থাকবে তাদেরই চুক্তিতে নেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বাদ পড়তে পারেন ঘরোয়া ক্রিকেটে অনিয়মিত ক্রিকেটাররা।
জাতীয় দলের অনেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে খেলতে অনাগ্রহী। ফলে তাদের ঘরোয়া ক্রিকেটে ফেরাতেই এই পদক্ষেপ নিচ্ছে বিসিবি। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নুর ভাষ্যমতে, ‘এখানেও (বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত ক্রিকেটার) আমরা একটা প্রক্রিয়া আনার চেষ্টা করছি। দুই বছর ঘরোয়া ক্রিকেটে যারা ৭৫ শতাংশ প্রথম শ্রেণির ম্যাচ খেলবে, তাদের এই চুক্তির মধ্যে যুক্ত করা হবে।’