আমাদের প্রথম পছন্দ সাকিবঃ মুরালি

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গত ৭ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্সরা ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে এই অলরাউন্ডারকে।
আইপিএলের গত আসরে হায়দ্রাবাদ দারুণ খেললেও রশিদ খান ছাড়া আর কোনো ভালো স্পিনার ছিলো না দলে। এবার সেই শূন্যতা পূরণের জন্যই সাকিবকে দলে নিয়েছে তারা। এরই মধ্যে আইপিএলে এই অলরাউন্ডার খেলে ফেলেছেন তিনটি ম্যাচ।
ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। সম্প্রতি 'ইকোনোমিক টাইমসকে" দেয়া এক সাক্ষাৎকারে হ্যাওদ্রাবাদের প্রধাণ বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন বলেছেন বাঁহাতি স্পিনার হিসেবে তাদের প্রথম পছন্দ সাকিব।

মুরালির ভাষ্যমতে, "গত বছর রশীদ খান ছাড়া, আমাদের কোনো বাঁহাতি ব্যাকআপ স্পিনার ছিল না। এই বছর আমাদের আছে। আমরা সাকিব আল হাসানকে নিয়েছি। সে বাঁহাতি স্পিনার হিসেবে আমাদের প্রথম পছন্দ।"
দলে ভালো দুজন স্পিনার থাকলে একজন ভালো উইকেটকিপারও জরুরী বলে মনে করেন মুরালি, "যখন আপনার দলে দুইজন কোয়ালিটি স্পিনার থাকবে, তখন আপনার একজন ভালো কিপার থাকতে হবে। তাহলে স্পিনারদের সৃষ্ট সুযোগগুলো আর নষ্ট হবে না।"
সেই পরিকল্পনাতেই হায়দ্রাবাদের উইকেটরক্ষক হিসেবে আছেন ঋদ্ধিমান সাহা। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর সাথে ব্যাট হাতেও হায়দ্রাবাদে বড় ভুমিকা রাখছেন সাহা।