মুম্বাইয়ের প্রথম জয়ের দিনে অচেনা মুস্তাফিজ

ছবি:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচে মুম্বাইয়ের সবচেয়ে খরুচে বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান।
নতুন দলের হয়ে চতুর্থ ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই টাইগার তারকা। নিজের চার ওভারে মুস্তাফিজ ১৩.৭৫ গড়ে দিয়েছেন ৫৫ রান। যা মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।
বেঙ্গালুরুর বিপক্ষে দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই মেরে খেলতে থাকেন বেঙ্গালুরুর দুই ওপেনার ভিরাট কোহলি ও ডি কক।

এই দুজনে মুস্তাফিজের প্রথম ওভার থেকে ১৩ রান তুলে নেন। তারপর দলীয় ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই বেঙ্গালুরু অধিনায়ক কোহলি মুম্বাইয়ের উইকেটরক্ষক ইশান কিশানের ভুলে বেঁচে যান।
সেই ওভারেও হাত খুলে রান দিয়েছেন ফিজ। খরচ করেন ১১ রান। দলীয় ১৬ তম ওভারে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে সেই অচেনা মুস্তাফিজকেই দেখা যায়। ১৩ রান দেন সেই ওভারে।
এই টাইগার পেসার সবচেয়ে খরুচে ছিলেন নিজের শেষ ওভারে। কোহলি-সিরাজরা কাটার মাস্টারের উপর চড়াও হয়ে ১৮ রান তুলে নেন। ফলে ৪ ওভারে রান খরচে অর্ধশতক পূরণ হয় মুস্তাফিজের। এই ম্যাচে উইকেট শুন্য থেকেই মাঠ ছাড়েন তিনি।