মুস্তাফিজের বলে উইকেটরক্ষকের ভুলে বাঁচলেন কোহলি

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৪তম ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড়েতে এভিন লুইস ও অধিনায়ক রোহিত শর্মার জোড়া অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ভিরাট কোহলি ও কুইন্টন ডি ককের ব্যাটে দারুণ শুরু পায় বেঙ্গালুরু। দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। তিনি প্রথম ওভারেই খরচ করেন ১৩ রান।
এর পরের ওভারেই ডি কককে বোল্ড করে আউট করেন ম্যাকক্লেনাগান। একই ওভারে ১ রান করা এবি ডি ভিলিয়ার্স ডিপ মিড উইকেটে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তারপর দলীয় ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ।
প্রথম বলেই বেঙ্গালুরু অধিনায়ক কোহলি মুম্বাইয়ের উইকেটরক্ষকের ভুলে বেঁচে যান। সেই ওভারে মুস্তাফিজ খরচ করেন ১১ রান। ৬ ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৫৫ রান।

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি। ফলে ব্যাটিংয়ে নামেন মুম্বাইয়ের দুই ওপেনার সূর্যকুমার যাদভ ও এভিন লুইস। ইনিংসের প্রথম বলেই সূর্যকুমার বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উমেশ যাদভের বলে।
এর পরের বলে ইশান কিশানকে বোল্ড করে ফিরিয়েছেন বেঙ্গালুরুর এই পেসার। এরপর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে নামেন এভিন লুইস। এই দুজনের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখে মুম্বাই।
লুইস-রোহিতের তৃতীয় উইকেট জুটি থেকে আসে ১০৮ রান। ৬৫ রান করে কোরি এন্ডারসনের বলে উইকেটরক্ষক ডি কককে ক্যাচ দিয়ে আউট হয়েছেন লুইস। আর ১২ বলে ১৫ রান করা ক্রুনাল পান্ডিয়া ফিরেছেন রান আউট হয়ে।
৫ রান করা কাইরন পোলার্ড আউট হয়েছেন ক্রিস ওকসের বলে লং অনে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে। রোহিত শর্মা সেঞ্চুরির আশা জাগিয়েও ব্যক্তিগত ৯৪ রানে আউট হয়েছেন।
এই ভারতীয় ব্যাটসম্যান লং অনে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়েছেন কিউই তারকা অলরাউন্ডার কোরি এন্ডারসনের বলে। তারপর হার্দিক পান্ডিয়া ১৭ রান করে অপরাজিত থেকে দলকে বড় পূঁজি এনে দেন। তার সঙ্গী ম্যাকক্লেনাগান কোনো রান না করেই অপরাজিত ছিলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (একাদশ): কুইন্টন ডি কক (উইকেটকিপার), ভিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, কোরি এন্ডারসন, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব, য়্যুযবেন্দ্রা চাহাল, মোহাম্মদ সিরাজ।
মুম্বাই ইন্ডিয়ানস (একাদশ): সূর্যকুমার যাদভ, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।