বোলার আশরাফুলের চমক

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে আজ পুর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে উত্তরাঞ্চল। বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র দুই সেশন। ১ সেশন গেছে বৃষ্টির পেটে। তবে, এই দুই সেশনও নিজেদের করে নিতে পারেনি উত্তরাঞ্চল।
বিশেষ করে বোলার আশরাফুলের ঝলকেই ব্যর্থ হয়েছে উত্তরাঞ্চলের পরিকল্পনা। দিন শেষে পূর্বাঞ্চলের স্কোর ৫ উইকেটে ২০৪ রান। ৮৭ রানে ৩ উইকেট হারানো উত্তরাঞ্চলকে আরও চাপে রাখতে চার স্লিপ নিয়ে দুই প্রান্ত থেকে বোলিং করছিলেন পূর্বাঞ্চলের দুই পেসার আবু জায়েদ ও সাইফউদ্দিন।

তবে খুব একটা প্রভাব ফেলতে পারেননি তারা। ফলে বল হাতে তুলে নেন মোহাম্মদ আশরাফুল। ২ রানের মধ্যে ফেলে দেন ২ উইকেট। লেগবিফোরের ফাঁদে ফেলে প্রথমে ফেরান ৭৩ রান করা নাজমুলকে। তারপর ১ রান করা ধীমান ঘোষকে শিকার করেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অসামান্য কৃতিত্বের জন্য তাকে কিংবদন্তী তুল্য ব্যাটসম্যান ধরা হলেও বল হাতেও বেশ সফল ছিলেন তিনি। টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ উইকেট শিকার করেছেন আশরাফুল।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বল হাতে দেখা যায় তাকে। বোলিং চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি, ‘বোলিং সব সময়ই উপভোগ করি। আর ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বোলিং করি। এতে ফিটনেস বাড়ে, খেলায় আরও বেশি মনোযোগ থাকে। চেষ্টা করব কালও ভালো বোলিং করতে।’