promotional_ad

সাদা পোষাকে ফিরছেন মাশরাফি

promotional_ad

দীর্ঘ বিরতির পর মাঠে গড়িয়েছে বিসিএলের চতুর্থ রাউন্ড। প্রথম তিন রাউন্ডের পর লম্বা বিরতি দিয়ে এবার হবে শেষ তিন রাউন্ডের খেলা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে চতুর্থ রাউন্ডের ম্যাচ।


আর এই চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের শেষ রাউন্ডে খেলবেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তোজা। প্রথম আলোর এক প্রতিবেদন থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।


প্রিমিয়ার লীগ শেষে এখন বিশ্রামে আছেন মাশরাফি। তবে বিশ্রাম কাটিয়ে বিসিএলের শেষ রাউন্ডে মাঠে নেমে নিজেকে ঝালাই করে নিবেন এই ডানহাতি পেসার।



promotional_ad

চলতি মাসের ২৪ তারিখ মাঠে গড়াবে বিসিএলের শেষ রাউন্ড। ২৭ তারিখ পর্যন্ত চলবে শেষ রাউন্ডের খেলা।


২০১৪ সালে শেষ বার বাংলাদেশ ক্রিকেট লীগে খেলেছিলেন মাশরাফি। সেবার ইস্ট জোনের হয়ে খেলে নিয়েছিলেন ৩ উইকেট। এবার চার বছর পর বিসিএলে সাদা পোষাকে ফিরছেন তিনি। 


উল্লেখ্য এর আগে সর্বশেষ ২০০৯ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তোজা। সেবার খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর আর টেস্ট খেলা হয়নি তার।



টেস্টের পাশাপাশি টি-টুয়েন্টি থেকে ২০১৬ সালে টি-টুয়েন্টি থেকে অবসর নেন ম্যাশ। টেস্ট এবং টি-টুয়েন্টি ছাড়লেও বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলে যাচ্ছেন নিয়মিত।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball