সাকিবে মুগ্ধ হায়দ্রাবাদ কোচ
ছবি:

হায়দ্রাবাদের জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজস্থানকে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচে জয় পাওয়ার পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন উইলিয়ামসনের দল। মুস্তাফিজদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পুরোদমে ঝালাই করে নিচ্ছে দলটি।
আর দলের কোচ টম মুডি ক্রিকেটারদের প্রথম ম্যাচের পারফর্মেন্সে দারুণ খুশি। বিশেষ করে যারা প্রথম বারের মত হায়দ্রাবাদের হয়ে খেলছেন তাদের পারফর্মেন্স মনে ধরেছে এই অজির।

জানিয়েছেন, প্রথম ম্যাচ খেলতে নেমেই সাকিব-স্ট্যানলেকেরা নিজেদের সেরাটা দিয়েছেন। পাশাপাশি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসাও করেন তিনি। টম মুডি জানান,
'খুব ভালো লাগে তখন, যখন দেখি নতুনরা দলে এসে দ্রুত মানিয়ে নিচ্ছে। পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাকিব হায়দ্রাবাদের জার্সিতে প্রথম ম্যাচে মাঠে নেমে দারুণ খেলেছে।
বিশেষ করে বল হাতে সে ছিল অসাধারণ। এছাড়াও বিলি স্ট্যানলেকেও ভালো করেছে। সানরাইজারর্সের হয়ে প্রথম ম্যাচেই তারা নিজেদের মেলে ধরেছে ব্যাপারটা খুব আনন্দদায়ক আমাদের কাছে।'
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।