জিম্বাবুয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান

ছবি:

প্রথম বারের মত জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টিতে খেলবে অস্ট্রেলিয়া। চলতি বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে গ্রেম ক্রিমারদের দেশে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে টিম পেইনরা।
আসন্ন এই সিরিজে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়ার পাশাপাশি অংশ নিচ্ছে পাকিস্তান। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।
২০১৪ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের মাটিতে খেলতে যাচ্ছে অজিরা। ৭ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ৮ আগস্ট।
টি-টুয়েন্টি সিরিজ শেষে অজিরা দেশে ফিরে আসলেও পাকিস্তান থেকে যাবে সেখানে। সিকান্দার রাজা-ক্রিমারদের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে সরফরাজ আহমেদের দল।
টি-টুয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। আর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে বুলাওয়েতে।
টি-টুয়েন্টি সিরিজ ৮ই জুলাই শেষ হওয়ার পর ১৩ই জুলাই প্রথম ওয়ানডেতে লড়বে পাকিস্তান এবং জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২২ই জুলাই।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের সূচিঃ
জুলাই ১, ২০১৮: জিম্বাবুয়ে বনাম পাকিস্তান
জুলাই ২, ২০১৮: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া
জুলাই ৩, ২০১৮: অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে
জুলাই ৪, ২০১৮: জিম্বাবুয়ে বনাম পাকিস্তান
জুলাই ৫ ২০১৮: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া
জুলাই ৬, ২০১৮: অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে
জুলাই ৮, ২০১৮: ফাইনাল