'বিদেশের মাটিতে চাপ নিয়ে খেলতে শিখেছি'

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল ১১.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। দলের পক্ষ থেকে বিমান বন্দরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
মুশফিক জানিয়েছেন, এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ দল বিদেশের মাটিতে চাপ নিয়ে খেলতে শিখেছে। তাছাড়া, দক্ষিণ আফ্রিকা ও ঘরের মাঠে শেষ কয়েকটি সিরিজের হতাশা ভোলার জন্য এই সিরিজটি বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস মুশফিকুর রহীমের।
এই প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন,‘ফাইনালে হার অনেক হতাশার তবে আমরা বিদেশের মাটিতে চাপ নিয়ে খেলতে শিখেছি। আমার মনে হয় না, আমাদেরকে খুব খারাপ ভাবে করার কিছু আছে।'

মুশফিক যোগ করেছেন, 'আমরা দক্ষিণ আফ্রিকা ও ঘরে শেষ সিরিজে ভালো খেলতে পারিনি। তাই ওই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পথে এই সিরিজটা বড় একটা পদক্ষেপ। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। তাই এ হার থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি বাদে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশ দল বেশ ভালো করেছে বলে মনে করেন মুশফিক। এই প্রথম বাংলাদেশ দল কোনো টি২০ সিরিজে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিয়েছে বলেও জানিয়েছেন এই টাইগার ক্রিকেটার।
মুশফিকের ভাষ্যমতে,‘আমার মনে করি ভারতের সঙ্গে প্রথম ম্যাচটি ছাড়া বাকি ম্যাচ গুলোতে আমরা ভালো খেলেছি। টি-টোয়েন্টিতে আমরা কোন সময়ই ভালো খেলিনা। তবে এবার অনেকদিন পর চার ম্যাচের দুটিতে জিতেছি। আর দুই ম্যাচে জিততে না পারলেও ভালো লড়াই করেছি। আমার মনে এবারই প্রথম টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা আমরা উপহার দিয়েছি।’