promotional_ad

নাসির, শান্তর ব্যাটিং তান্ডবে রানের পাহাড়ে মাশরাফিরা

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজকের ম্যাচে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নাসির হোসেনের আবাহনী লিমিটেড এবং শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান শাইনপুকুরের অধিনায়ক শুভাগত। 


এরপর ব্যাটিং করতে নেমে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৩৫ রানের পাহাড়সম পুঁজি পায় নাসির-মাশরাফিদের আবাহনী। শান্ত ইনিংসের শেষ পর্যন্ত ১২০ বলে ১৫০ রান নিয়ে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসে ছিলো ৯টি ছয় এবং সমান সংখ্যক চারের মার। 


শান্ত ছাড়াও এদিন দারুণ ব্যাটিং করেছেন ওপেনার সাইফ হাসান এবং অধিনায়ক নাসির হোসেন। ১১৪ বলে ৯৪ রান করে সাইফ সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছেন। অপরদিকে নাসির খেলেছেন মাত্র ৩ ছয় এবং ৫ চারের সাহায্যে ২৪ বলে ৪৫ রানের একটি ক্যামিও ইনিংস। আর এই তিন ব্যাটসম্যানের ব্যাটেই বিশাল সংগ্রহ নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে আবাহনী।


এর আগে দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে ৩০ রানের মাথায় ওপেনার আনামুল হক বিজয়কে আফিফ হোসেনের হাতে ক্যাচ বানিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শাইনপুকুরের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এরপরেই নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসানের ব্যাটে দারুণভাবে এগিয়ে যেতে থাকে নাসির-মাশরাফিদের আবাহনী। 


promotional_ad

সাইফ এবং শান্ত ১৮৫ রানের একটি বাম্পার জুটি গড়েন। তবে দলীয় ২১৫ রানের সময় বোলিংয়ে এসে বিকল্প ফিল্ডার শাহেদ আদনান হাতে ক্যাচ বানিয়ে সাইফকে আউট করে দেন নাইম ইসলাম জুনিয়র।আর এরই সাথে দুর্দান্ত এই জুটিটি ভাঙ্গে। ৯৪ রান করে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে সাইফকে।


সাইফ ফিরলে শান্তর সাথে ক্রিজে যোগ দেন অধিনায়ক নাসির হোসেন। আর নাসিরকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেন ১৯ বছর বয়সী শান্ত। শান্তর পর রীতিমত ঝড়ো ব্যাটিং করে হাফসেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন নাসির হোসেন। কিন্তু তাঁকে থামতে হয় নাইম ইসলাম জুনিয়রের দ্বিতীয় শিকার হয়ে ২৪ বলে ৪৫ রান করে।


নাসিরের ফেরার পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন নাজমুল হোসেন শান্তও। একের পর এক চার এবং ছয়ের পসরা সাজিয়ে দেড়শ রান তুলে নেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৩৫ রানের বড় পুঁজি পায় নাসির বাহিনী। 


আবাহনী লিমিটেড- 


আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, আরিফুল ইসলাম সবুজ, সন্দ্বীপ রয়। 


শাইনপুকুর ক্রিকেট ক্লাব- 


সাদমান ইসলাম, মিনহাজ খান, মোহাম্মদ সজিব হোসেন, ফরহাদ হাসান অনি, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, তৌহিদ তারেক, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball