promotional_ad

কঠোর শব্দে বাংলাদেশের সমালোচনায় লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট

promotional_ad

"অগ্রহণযোগ্য ও অনুশোচীয়" নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আচরনকে এভাবেই দেখছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবেগকে প্রশ্রয় দেয়ায় বাংলাদেশ দলের সমালোচনায় এই দুই শব্দ ব্যবহার করেন তিনি।


ইনিংসের শেষ ওভারে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে সাইড লাইনে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান চতুর্থ আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সাকিব দাবী করেছিলেন, স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে পর পর দুই বাউন্সার দেয়ায় স্কয়ার লেগ আম্পায়ার নো বল দিলেও মূল আম্পায়ার সেটা আমলে আনে নি।



promotional_ad

যার কারনে অধিনায়কের জায়গা থেকে প্রতিবাদ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে সাকিবের এহেন আচরনকে অগ্রহণযোগ্য বলতে নারাজ লঙ্কান বোর্ড চিফ। এমন আচরনে অনুশোচীয় হওয়া উচিত হয়ে মনে করেন তিনি।


তার ভাষায়, 'আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে এমন আচরন সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অনুশোচীয়।' তাই শুক্রবারের ম্যাচে বাংলাদেশ এক বল বাকি থাকতে জিতে নিলেও বিতর্কের কালো দাগ থেকে যাচ্ছেই। সাকিব আল হাসান তার আচরনের জন্য ম্যাচ ফি'র ২৫% জরিমানা দিয়েছেন এবং একই সাথে এক ডিমেরিট পয়েন্টও গুনতে হয়েছে তাকে।



বাংলাদেশ দলের আরেক সদস্য নুরুল হাসান সোহান লঙ্কান ক্রিকেটারদের সাথে বিবাদে জড়িয়ে সাকিবের মতোই সমান শাস্তি পেয়েছেন। দুই জনই ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করায় কোন ধরনের শুনানির প্রয়োজন হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball