promotional_ad

সাকিব-মুশফিকে দুইভাগ ক্রিকেট ভক্তরা

promotional_ad

প্রায় একই সময়ে বাংলাদেশ ক্রিকেটে পা রাখেন বর্তমান সময়ে টাইগার দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। একসাথে ক্রিকেট মঞ্চে চড়ি ঘুরিয়ে বিশ্ব মঞ্চে দেশের ক্রিকেটকে উন্নতির দ্বারপ্রান্তে নিয়ে গেছেন দেশের অন্যতম সেরা এই দুই ক্রিকেটার। 


এমনকি দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন দুই অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। ২০০৯ সালে প্রথমবারের মত তখনকার অধিনায়ক মাশরাফির অধিনায়ক মাশরাফির ইঞ্জুরিতে টাইগারদের টেষ্ট দলের নেতৃত্ব পায় সাকিব। মাত্র দুইবছরে দলকে ৯ টি টেষ্ট নেতৃত্ব দিয়ে টেষ্ট কাপ্তানের দায়িত্ব হস্তান্তর করতে হয় সতীর্থ মুশফিকের কাছে। 


সাকিব অধ্যায়ের পর ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুশফিক ৩৪ টি টেষ্ট দলকে নেতৃত্ব দেন। মুশফিকের অধীনে ৩৪ টেষ্টে সাত জয়ে তুলে নিয়ে বিশ্ব পরিসরে দেশের টেষ্ট ক্রিকেটের মস্তক উন্নত করতে সহায়তা করে। এমনকি মুশফিকের হাত ধরেই লঙ্কানদের মাঠে টাইগাররা নিজেদের শততম টেষ্টে জয় পায়। কিন্তু ছয় বছর পরে এসে আবার সেই সাকিবের কাছেই টেষ্ট দলের দায়িত্ব ছাড়তে হচ্ছে মুশফিককে। 



promotional_ad

কয়দিন আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজে ধরাশায়ী হয়ে আসে টাইগাররা। এর ফলে কোচের বিদায় থেকে শুরু করে দেশের ক্রিকেট এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই অস্থিতিশীল অবস্থায় সামনের বছরের শুরুতেই শ্রীলঙ্কা সিরিজ। সিরিজকে সামনে রেখে নিয়মিত টেষ্ট অধিনায়কের পরিবর্তে সেই পুরনো সাকিবের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


কিন্তু বিসিবি'র এই সিদ্ধান্তে দেশের ক্রিকেট ভক্তরা যেন কিছুটা দ্বিধাবিভক্ত। তবে লম্বা সময় ধরে ক্রিকেট খেলার প্রেক্ষিতে দুইজনেরই রয়েছে বেশ ভক্ত। ভক্তদের কেউ স্বাভাবিক ভাবেই দেখছে বিষয়টিকে আবার কেউবা মানতে পারছেনা। মুশফিকের দায়িত্ব সাকিবকে দেওয়ায় যেন এক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে যাচ্ছে ক্রিকেট ভক্তরা। 


হটাৎ করে বিসিবি'র নেওয়া এমন সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেশের ক্রিকেট ভক্তদের প্রতিক্রিয়া জানতে চায় সময় টিভি। আর তাতেই উঠে আসে নানারকম প্রতিক্রিয়া। একভক্তের প্রতিক্রিয়ায় উঠে আসে মুশফিক সাকিব অভিজ্ঞতা এবং সফলতার দিক দিয়ে দুইজনই সমান। তবে মুশফিককে এইভাবে সরানোর সিদ্ধান্তের কোন যৌক্তিকতা দেখছেনা এই ভক্ত। 



ক্রিকেটের এই ভক্ত সময় নিউজকে বলেন, 'মুশফিক ভাই এতদিন পর্যন্ত যে ক্যাপ্টেন্সি করেছ, তা সাকিব ভাইয়ের চেয়েও সাফল্য বেশি। আর এই ক্ষেত্রে আমার মনে হয় এটা যৌক্তিক সিদ্ধান্ত হয়নি। তবে (সাকিব) অনেক দিন পর ক্যাপ্টেনে ফিরছেন। তার সাফল্যটা মাঠে দেখা যাবে।'


এদিকে অন্য আরেক ভক্ত অধিনায়কত্ব নিয়ে মুশফিকের উপর অবহেলা করা হয়েছেও বলে জানান। তবে এই ভক্ত সাকিবের উপর থেকেও ভরসা হারাচ্ছেনা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball