promotional_ad

বিসিবির ওপর হতাশ নড়াইল এক্সপ্রেস

promotional_ad

প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে রংপুর রাইডার্সের সামনে। কিন্তু তাদের সেই স্বপ্নে বাঁধ সেধেছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে আজ রবিবার সারাদিনই বৃষ্টি হবে। 


তেমনটি হলে কুমিল্লা ও রংপুরের মধ্যকার আজকের কোয়ালিফায়ার ম্যাচটি ভেস্তে যেতে পারে।  সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ম্যাচটি না খেলেও ফাইনালে চলে যাবে তামিমের দল কুমিল্লা। 


কারণ এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। এই কারণে অনেকটাই হতাশ রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনলাইন সংবাদ মাধ্যম পরিবর্তন ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে নড়াইল এক্সপ্রেস বলেছেন, 


'আসলে প্রকৃতির ওপর তো কারো হাত থাকে না। কিন্তু খুব ভালো হতো একটা রিজার্ভ ডে থাকলে। কারণ, বিপিএলের মতো একটি টুর্নামেন্টের সেমি ফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে সেটা তো দুঃখের।'



promotional_ad

যদিও বৃষ্টি নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না ম্যাশ। তবে বিসিবি চাইলে রিজার্ভ ডে রাখতেও পারতো বলেই মনে করছেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'আমি অবশ্য এটা (বৃষ্টি) নিয়ে ভাবছি না। তবে অবশ্যই বলবো এরকম পর্যায়ে রিজার্ভ ডে থাকা উচিৎ এবং বিসিবি চাইলে আইন তো বদলাতেই পারে। (রোববারের) খেলা না হলে রিজার্ভ ডের ব্যবস্থা নিশ্চয়ই আইনে করার সুযোগ আছে।'


রিজার্ভ ডে না থাকার কারণে বিপিএল অনেক দর্শক হারাচ্ছে বলেও মনে করেন মাশরাফি। এক্ষেত্রে গত বিপিএলের প্রসঙ্গও টেনেছেন তিনি। বললেন, 'দেখুন, গতবারও বিপিএলের শিডিউল বদলেছে। এই যে হাজার হাজার দর্শক এমন একটা ম্যাচ দেখতে মাঠে আসবে। আরো কতো মানুষ এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে।'


টাইগার দলপতি আক্ষেপ করে আরো বললেন, 'বৃষ্টির জন্য এবং রিজার্ভ ডে না থাকায় এরকম একটা ম্যাচ খেলা না হলে তো এমন বড় একটি আসরের দর্শকদের জন্যও তা অনেকটা অবিচারের মতো হয়ে যায়।'


তবে পুরো বিষয়টা মাশরাফি বিসিবির হাতেই ছেড়ে দিয়েছেন। বিসিবি চাইলে সূচিতে পরিবর্তন আনতে পারে মনে করেন তিনি। যদিও বোর্ড যা করবে সেটাই মেনে নিতে প্রস্তুত রাইডার্স অধিনায়ক। তিনি বলেন, 



'এটা তো আর আন্তর্জাতিক কোনো ম্যাচ না। আমাদের বিপিএলের ম্যাচ। আর বিসিবির আইনে নিশ্চয়ই এই খেলাটা বৃষ্টির কারণে না হলে শিডিউলে পরিবর্তন আনার উপায় আছে। এটা তো বিসিবিরই টুর্নামেন্ট। তবে বোর্ড যা করে সেটাই চূড়ান্ত আমাদের কাছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball