promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা টেস্ট দল, আইসিসি
২৯ জানুয়ারি গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিন অলরাউন্ডার সোনাল দিনুশা।

promotional_ad

এ ছাড়া দলে জায়গা পেয়েছেন ওপেনিং ব্যাটার লাহিরু উদারা। তাকে মূলত পাথুম নিশাঙ্কার ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে ফিট হয়ে আসার মিশনে আছেন নিশাঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন তিনি।


আরো পড়ুন

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার, অধিনায়ক রোহিত

১৯ ঘন্টা আগে
ম্যাচের মাঝে রোহিত শর্মা, আইসিসি

চোটে পড়েছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও। তিনি দুই সপ্তাহ আগে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। দলে ফিরেছেন লেগ স্পিনার জেফরি ভ্যানডারসে ও অফ স্পিনার নিশান পেইরিস। স্পিন আক্রমণে দলটির নেতৃত্ব দেবেন প্রবাথ জয়াসুরিয়া।


দলটির পেস আক্রমণে রাখা হয়েছে চার পেসারকে। আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রাত্নায়েকে সামলাবেন পেস আক্রমণ। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে থাকছেন দিমুথ করুনারত্নে। এই ব্যাটার সিরিজের শেষ টেস্ট নিজের শততম সাদা পোশাকের ম্যাচ খেলবে। 



promotional_ad

এ ছাড়া দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ডি সিলভা ও কুশাল মেন্ডিস যথারীতি থাকবেন দলটির ব্যাটিং অর্ডারে। দলটিতে বিকল্প উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রাখা হয়েছে সাদিরা সামারাবিক্রমাকে। তিনি খেললে মিডল অর্ডারে দায়িত্ব সামলাবেন।


আরো পড়ুন

বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম, একসঙ্গে আউট করা যাবে দুই ব্যাটারকে!

২৪ জানুয়ারি ২৫
বিগ ব্যাশের ৮ দলের অধিনায়ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা স্কোয়াড-


ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা (ফিটনেস সাপেক্ষে), ওশাদা ফার্নাদনো, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রবাথ জয়াসুরিয়া, জেফরি ভ্যান্ডারসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রত্নায়েকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball