promotional_ad

ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে সাউদিকে বিদায়ী উপহার কিউইদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টিম সাউদি, সংগৃহীত
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারলেও ট্রফি নিয়েই দেশে ফিরছে তারা। তবে এতো বড় ব্যবধানের জয়ে টিম সাউদিকে দারুণ এক বিদায় দিলো কিউইরা। টেস্ট ক্যারিয়ারের শেষ দিনটায় ১ উইকেট পেয়েছেন সাউদি। তবে মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশেই।

promotional_ad

হ্যামিল্টনে দুই উইকেটে ১৮ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড অলআউট হওয়ার আগে করতে পারে ২৩৪ রান। ৬৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে খেলেছে ৪৭.২ ওভার।


আরো পড়ুন

টি-টোয়েন্টি শুরুর একদিন আগেই ইংল্যান্ডের একাদশ ঘোষণা

১২ ঘন্টা আগে
অনুশীলনে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড দল, ফাইল ফটো

দিনের শুরুটা খারাপ ছিল না ইংল্যান্ডের। তৃতীয় উইকেটে দলকে ১০৪ রান এনে দেন জ্যাকব বেথেল এবং জো রুট। মিচেল সান্টনারের প্রথম শিকার হয়ে ফেরার আগে রুট করেন ৫৪ রান। ইনফর্ম ইংলিশ এই ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন সান্টনার।


রুটের বিদায়ের পরই ভেঙে পড়ে ইংলিশরা। প্রথম ইনিংসের মতো হ্যারি ব্রুক ব্যর্থ হন দ্বিতীয় ইনিংসেও। প্রথম ইনিংসে উইলিয়াম ও' রুর্কির বলে শূন্য রানে ফিরেছিলেন ব্রুক। দ্বিতীয় ইনিংসেও ব্রুক এই পেসারের বলেই ফিরেন। এবার করেন ১ রান।



promotional_ad

চোটের কারণে এ দিন ব্যাটিং করতে পারেননি বেন স্টোকস। ফলে এক জন কম নিয়েই খেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বাকি সময়টায় প্রতিরোধ গড়েছেন গাস অ্যাটকিনসন। ৪১ বলে ৪৩ রান করেন এই পেস বোলিং অলরাউন্ডার। 


আরো পড়ুন

অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

১২ জানুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড স্কোয়াড, ফাইল ফটো

আরেক প্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যান জ্যাকব বেথেল। ৯৬ বলে ৭৬ রান করেন তিনি। বিদায়ী দিনে কেবল তার উইকেটটিই নিয়েছেন সাউদি। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপসের ক্যাচ হয়ে সাউদিকে টেস্ট ক্যারিয়ারের ৩৯১তম উইকেট উপহার দেন বেথেল।


এরপর অবশ্য সান্টনারের দারুণ বোলিংয়ের সামনে টিকতে পারেনি ইংল্যান্ড। রুটকে ফেরানোর পর আরও তিন উইকেট নেন এই স্পিনার। মাঝে ৩৬ বলে ১৭ রান করে ম্যাট হেনরির বলে বোল্ড হন অলি পোপ।



প্রথম ইনিংসে ৩৪৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ড তোলে ১৪৩ রান। দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড তোলে ৪৫৩ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball