অ্যাটকিনসনের হ্যাটট্রিকের পর ৪ হাফ সেঞ্চুরিতে সিরিজ জয়ের পথে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
দ্বিতীয় দিন সকালে পাঁচ উইকেটে ৮৬ রানে দিন শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ৯৬ রানের মধ্যে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টম ব্লান্ডেল এবং উইলিয়াম ও'রুর্কি। দুজনকে একই ওভারে বিদায় করেন ব্রাইডন কার্স।
টি-টোয়েন্টি শুরুর একদিন আগেই ইংল্যান্ডের একাদশ ঘোষণা
১৭ ঘন্টা আগে১৬ রানে থাকা ব্লান্ডেলকে বোল্ড করেন তিনি। ২৬ বল খেলে কোনও রান না করা ও'রুর্কিকে করেন এলবিডব্লিউ। নিউজিল্যান্ডের শেষ তিন উইকেট নেন অ্যাটকিনসন। তার বাড়তি লাফানো বল ছাড়তে গিয়ে দেরি করে ফেলেন নাথান স্মিথ। ফলে বলটি তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে।
একইরকম আরেকটি বাড়াতো লাফানো ডেলিভারিতে গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাট হেনরি। স্মিথ ১৪ রান করলেও হেনরি করেন শূন্য। এরপর হ্যাটট্রিক বলে ফুল লেংথের সোজা ডেলিভারিতে টিম সাউদিকে এলবিডব্লিউ করেন তিনি। ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা কিউইরা গুটিয়ে যায় ১২৫ রানে। কার্স ও অ্যাটকিনসন নেন চারটি করে উইকেট।
১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ইনিংস শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে অবশ্য জ্যাক ক্রলির উইকেট হারায় দলটি। এরপর ১৮৭ রানের জুটি গড়েন বেন ডাকেট এবং জ্যাকব বেথেল। দুজনই অবশ্য সেঞ্চুরি মিস করেন।
অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
১২ জানুয়ারি ২৫দলীয় ২১১ রানের মধ্যে এই দুজনকে ফেরান সাউদি। ১১৮ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৯৬ রান করেন বেথেল। উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১১২ বলে ৯২ রান করা ডাকেট হন বোল্ড।
তারপর ৯৫ রানের জুটি গড়েন জো রুট এবং আগের ইনিংসে ১২৩ রান করা হ্যারি ব্রুক। ৬১ বলে ৫৫ রান করে ব্রুক ফিরলে এই জুটি ভাঙে। এরপর হেনরির দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন দশ রান করা অলি পোপ।
ইংলিশদের হয়ে তৃতীয় দিন শুরু করবেন রুট এবং স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ৭৩ এবং বর্তমান অধিনায়ক ৩৫ রানে অপরাজিত আছেন। কিউইদের মধ্যে হেনরির মতোই দুই উইকেট নিয়েছেন সাউদি। গ্লেন ফিলিপসের ঝুলিতে আছে একটি উইকেট। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জেতা ইংল্যান্ড এই ম্যাচটিতেও জয়ের পথেই আছে।