promotional_ad

৩২ ছক্কা আর ৪৩৯ রানের ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই দল মিলে রান তুলল ৪৩৯। ছক্কা মারল সমান ১৬টি করে মোট ৩২টি। সেন্ট লুসিয়ায় রান বন্যার এই ম্যাচে শেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে হারিয়েছে রভম্যান পাওয়েলের দল। প্রথম তিনটিতে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজে চতুর্থ ম্যাচে জিতে ব্যবধান কিছুটা কমিয়ে নিলো স্বাগতিকরা।


ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২১৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্য তাড়া করার পথে মূল ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস। দুজন ৫৫ বলে ১৩৬ রানের জুটি গড়েন।



promotional_ad

এই দুজনের স্ট্রাইক রেট ছিল ২০০–এর বেশি। সাতটি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৬৮ রান করেন লুইস। আর হোপ তিনটি ছক্কা ও সাতটি চারে করেন ২৪ বলে ৫৪ রান। দলীয় ১৩৬ রানে টানা তিন বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।


রেহান আহমেদের ওভারের প্রথম বলে লুইস আউট হওয়ার পর দ্বিতীয় বলে হোপ হন রান আউট। আর ওভারের তৃতীয় বলে নিকোলাস পুরানকে বোল্ড করেন রেহান। ইংল্যান্ডের দলীয় নৈপুণ্যে টানা তিন বলে তিন উইকেট হারানোর পর রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ক্যারিবিয়ানদের।


২৩ বলে ৩৮ রান আসে অধিনায়ক পাওয়েলের ব্যাটে। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শারফানে রাদারফোর্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটাও ছিল দারুণ। ওপেনিং জুটিতে দলটি তোলে ৩০ বলে ৫৪ রান।



ফিল্ট সল্ট ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ১২ বলে ২৫ করেন উইল জ্যাকস। অধিনায়ক বাটলার ফেরেন ২৩ বলে ৩৮ রান জিতে। জ্যাকব বেথেল হাঁকান হাফ সেঞ্চুরি। ৩২ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন তিনি।


শেষদিকে স্যাম কারেন ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে ২১৮ করে ইংল্যান্ড। যদিও তা এক ওভার হাতে রেখে জিতে ওয়েস্ট ইন্ডিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball