promotional_ad

ভুল খুঁজে বের করার চেষ্টায় জাকিররা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং সমস্যাটা অনেকদিনের। বিশেষ করে ওপেনিংয়ে বাংলাদেশের অবস্থা যেন যাচ্ছে তাই। সবশেষ কয়েক সিরিজে প্রতিপক্ষের ওপেনাররা নিয়মিত রান পেলেও সেখানে একেবারেই ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ও সাদমান ইসলাম। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জয় বাংলাদেশের জন্য নিজেদের ইতিহাসের অন্যতম সেরা জয়ের একটি। জয়ের চোটে জাকিরের সঙ্গে ওপেনিংয়ের সুযোগ পেয়েছিলেন সাদমান।


অথচ ব্যাটিং স্বর্গেও দুই ওপেনার সাদমান ও জাকির ছিলেন বিবর্ণ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১ রান এসেছিল উদ্বোধনী জুটিতে। সহজ লক্ষ্য তাড়ায় পরের ইনিংসে ৩০ রান তুলে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন তারা দুজন। পরের টেস্টের প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেছিলেন উদ্বোধনী জুটিতে। ভারত সফরেও তাদের দুজনের উপরই আস্থা রেখেছিলেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।



promotional_ad

ভারতে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২ এবং পরের ইনিংসে ৬২ রান করেছিলেন তারা। কানপুরে প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান এসেছিল তাদের জুটি থেকে। ঘরের মাঠে অবশ্য ওপেনিংয়ে পরিবর্তন আনে বাংলাদেশ। জাকিরের পরবর্তীতে সাদমানের সঙ্গে দেখা যায় জয়কে। মিরপুরে ৬ ও ৪ রান এসেছে তাদের জুটি থেকে। চট্টগ্রামে গিয়ে প্রথম ইনিংসে ১০ এবং দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেছিলেন উদ্বোধনী জুটিতে। অর্থাৎ ৬ টেস্টের ১২ ইনিংসে মাত্র দুটি পঞ্চাশ পেরোনো জুটি গড়েছেন ওপেনাররা।


ব্যক্তিগতভাবেও নিজেরা বড় কিছু করে দেখাতে পারেননি। ওপেনারদের কি সমস্যা হচ্ছে, কেন রান করতে পারছেন না সেটাও খুঁজে বের করতে পারছে না টিম ম্যানেজমেন্ট। নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাকির জানিয়েছেন, তাদের কোথায় ভুলগুলো হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন। ভুল শুধরে টপ অর্ডারে ভালো জুটি গড়ে মিডল অর্ডারের কাজটা সহজ করে দিতে চান বাঁহাতি এই ব্যাটার।


জাকির বলেন, ‘যেটা বলেছেন এটা সত্যি যে আমরা ভালো শুরুর দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটা ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারি নাই। এজন্য আমরা ভুগেছি। অ্যাট দ্যা সেইম টাইম ওটা নিয়ে পরে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে। পরের সিরিজে আমরা সবাই চেষ্টা করছি ভুলগুলো কোথায় তা খুঁজে বের করার। সেগুলো কাটিয়ে উঠে প্রতি সিরিজে ওপেনিংয়ে বা টপঅর্ডার থেকে একটু জুটি দলকে দেয়ার চেষ্টা থাকবে যেন মিডলঅর্ডারদের জন্য আরও সহজ হয়।’



টেস্ট ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না জাকিরের। যদিও সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে রানের দেখা পেয়েছিলেন। সাদা পোশাকে ছন্দে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে তাকে। সুযোগ পেলে ভালো করতে চান জাকির। তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো যে ম্যাচেই খেলি ভালো করার। আর দল হিসেবে বললে আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ ধরে ভালো করার।’


শারজাহর উইকেটে চ্যালেঞ্জ নিয়ে জাকির বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশাকরি খুব ভালো একটা ম্যাচ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball