promotional_ad

৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট হেরেই গেল পাকিস্তান। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ করার পর সেই ম্যাচটি ইনিংসে হারল কোনো দল। সিরিজের প্রথম টেস্টটি ইংল্যান্ড জিতেছে ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।


দেশের মাটিতে এ নিয়ে টানা ১১ টেস্ট জয়হীন পাকিস্তান। শেষদিনে অবশ্য তাদের পরাজয় অনুমেয়ই ছিল। তবে ম্যাচটি জিততে ইংল্যান্ডের লাগল ১ ঘণ্টা ৩৫ মিনিট। ম্যাচের চতুর্থ দিন, অর্থাৎ কাল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রায়ডন কার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮২ রান করতেই ৬ উইকেট হারায় পাকিস্তান।


এরপর আঘা সালমান এবং আমের জামাল প্রতিরোধ গড়ে তুললে ছয় উইকেটে ১৫২ রান তুলে দিন শেষ করে দলটি। আবরার আহমেদ চতুর্থ দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে চলে যান। ফলে আজ তাকে ব্যাটিং না করানোর কথা আগেভাগেই জানিয়ে দেয় পাকিস্তান।



promotional_ad

আজ জিততে ইংল্যান্ডকে তিনটি উইকেট নিতে হতো। তিনটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। প্রথমদিকে ইতিবাচকভাবেই ব্যাট চালাচ্ছিলেন আঘা এবং আমের। কিন্তু দলীয় ১৯১ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।


ফেরার আগে ৮৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে ইনিংস পরাজয় ঠেকানোর চেষ্টায় ছিলেন আমের। কিন্তু ২১৪ রানে ফিরে যান তিনিও। ১৪ বলে ১০ রান করে কট এন্ড বোল্ড হন তিনি।


পাকিস্তান অলআউট হয় ২২০ রানে। তিন বলে ছয় রান করা নাসিম শাহকে এবার স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন লিচ। ৩০ রান খরচায় চার উইকেট নিয়ে ইংল্যান্ডের এই ইনিংসের সেরা বোলার লিচ।


প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করে পাকিস্তান। তবে ভড়কে যায়নি ইংল্যান্ড। সাড়ে ৫ ছুঁই ছুঁই রান রেটে ১৫০ ওভারে সাত উইকেটে ৮২৩ রান করে দলটি। একবিংশ শতাব্দীতে টেস্টের এক ইনিংসে এটাই কোনো দলের সর্বোচ্চ রান। যেখানে হ্যারি ব্রুক ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকান। জো রুট হাকান ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি।



এরপর দেড় দিন ব্যাটিংয়ের সময় পায় পাকিস্তান। তবে প্রতিপক্ষের বোলারদের কাছে পাত্তা পায়নি দলটি। শান মাসুদের অধিনায়কত্বে এ নিয়ে দলটি হারল টানা ৬ টেস্টে। ১৫ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় টেস্টও হবে মুলতানে। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্ট শুরু ২৪ অক্টোবর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball