আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

ছবি: মাহমুদউল্লাহ রিয়াদ

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার ৫০ ওভারের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই আলোচনা শুরু হয় মাহমুদউল্লাহ কবে অবসর নেবেন। এমন অবস্থায় কদিন আগে বিসিবির ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও মাহমুদউল্লাহকে ‘বি’ ক্যাটাগরিতে রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করেছিল বিসিবি।
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
অবসরের ভাবনা মাথায় রেখেই মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বিসিবিকে অনুরোধ করেছিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। সেই ঘটনার কয়েকদিন বাদেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং গত বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। অবসর নেয়ার সময় কোচ, সতীর্থ সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

শৈশবের কোচ, বড় ভাই এমদাদ উল্লাহ, শুশুর ও পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমার পরিবারকে ধন্যবাদ। বাবা-মা এবং বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমার শৈশব থেকে আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে সবসময় আমার পাশে ছিলেন।’
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভ কামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা আমার ভালো এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি রাইদ লাল-সবুজ জার্সিতে আমাকে মিস করবে। সবকিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়, কিন্তু আপনি হ্যাঁ বলেই এগিয়ে যান। শান্তি........... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২৩৯ ওয়ানডে খেলেছেন তিনি। ৩৬.৪৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে ৫ হাজার ৬৮৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। বল হাতে ১৫৩ ইনিংসে মাহমুদউল্লাহ নিয়েছেন ৮২ উইকেট।