promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

মাহমুদউল্লাহ রিয়াদ
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটও ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সমালোচনার মুখে পড়া মাহমুদউল্লাহ ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নিজের ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার ৫০ ওভারের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই আলোচনা শুরু হয় মাহমুদউল্লাহ কবে অবসর নেবেন। এমন অবস্থায় কদিন আগে বিসিবির ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও মাহমুদউল্লাহকে ‘বি’ ক্যাটাগরিতে রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করেছিল বিসিবি। 


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

১০ মার্চ ২৫
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

অবসরের ভাবনা মাথায় রেখেই মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বিসিবিকে অনুরোধ করেছিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। সেই ঘটনার কয়েকদিন বাদেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং গত বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। অবসর নেয়ার সময় কোচ, সতীর্থ সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি।


নিজের ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’



promotional_ad

শৈশবের কোচ, বড় ভাই এমদাদ উল্লাহ, শুশুর ও পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমার পরিবারকে ধন্যবাদ। বাবা-মা এবং বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমার শৈশব থেকে আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে সবসময় আমার পাশে ছিলেন।’


আরো পড়ুন

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

৮ মার্চ ২৫
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভ কামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা আমার ভালো এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি রাইদ লাল-সবুজ জার্সিতে আমাকে মিস করবে। সবকিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়, কিন্তু আপনি হ্যাঁ বলেই এগিয়ে যান। শান্তি........... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’


২০০৭ সালের জুলাইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২৩৯ ওয়ানডে খেলেছেন তিনি। ৩৬.৪৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে ৫ হাজার ৬৮৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। বল হাতে ১৫৩ ইনিংসে মাহমুদউল্লাহ নিয়েছেন ৮২ উইকেট।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball