'তাদের চেয়ে ভালো ক্রিকেটার তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা'
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল টি-টোয়েন্টি থেকে অবসর নিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই গুঞ্জন সত্যি হলো মঙ্গলবার দিল্লিতে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এই তারকা ব্যাটার জানিয়ে দিলেন ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই ২০ ওভারের ক্রিকেটে ইতি টানছেন তিনি।
এর ফলে ভারতের বিপক্ষে সিরিজের পর পঞ্চপান্ডবের আর কাউকেই টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে না। মূলত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে নিয়ে বাংলাদেশের পঞ্চপান্ডব তৈরি হয়।

প্রথমে মাশরাফিকে দিয়ে শুরু এরপর একে একে সবাই অবসর নিয়েছেন। চলতি ভারত সফরেই টেস্ট চলাকালীন টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। এরপর বাকি ছিলেন শুধু মাহমুদউল্লাহ। তিনিও এবার নিজের শেষ বলে দিলেন।
দিন শেষে এই পাঁচজনের চেয়ে ভালো ক্রিকেটার তৈরি করতে না পারার আক্ষেপ করেছেন অভিজ্ঞ কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাদের চেয়ে ভালো ক্রিকেটার তৈরি না করতে পারাকে ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম বলেছেন, 'ভালো লাগার দিকটা হচ্ছে তারা বাংলাদেশের ক্রিকেটকে একটা লেভেল থেকে অন্য আরেকটা লেভেলে নিয়ে এসেছে। দারুণভাবে খেলেছে, তাতে কোনো সন্দেহ নেই। একই সময় আমাদেরই ব্যর্থতা আমরা তাদের এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি কিন্তু তাদের চেয়ে ভালো ক্রিকেটার তৈরি করতে পারেনি।'
এই পাঁচ ক্রিকেটার ছাড়াও বাংলাদেশের ক্রিকেটে অনেকেই প্রতিভা দেখিয়েছেন। এর মধ্যে লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ উল্লেখযোগ্য। তবে তাদের কেউই মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহদের ছাড়িয়ে যেতে পারেননি।
এ কারণে পঞ্চপান্ডবকেই কৃতিত্ব দিতে চান ফাহিম। তিনি বলেছেন, 'খুবই খুশি হতাম যদি তাদের চেয়েও ভালো ক্রিকেটার তৈরি করতে পারতাম। ওদের চেয়েও ভালো ক্রিকেটার যদি জাতীয় দলে খেলত। কিন্তু এটা ওরাই করতে দেয়নি। তাদেরকে কৃতিত্ব দিতে হবে।'