promotional_ad

বিসিবিতে শেষ হচ্ছে পাপন যুগের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ এক যুগ পর তার সেই অধ্যায় শেষ হতে চলেছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।


সেই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে ছিলেন পাপন। সরকারের পতনের পর পাপনের বিসিবি সভাপতি থাকা নিয়েও ছিল ধোঁয়াশা। তার সঙ্গে বেশ কয়েকজন কর্মকর্তাও বেশ কিছুদিন ধরে বিসিবিতে। ফলে দেশের অন্যতম শক্তিশালী এই ক্রীড়া প্রতিষ্ঠানকে নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।



promotional_ad

অবশেষে জানা গেছে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন। দেশের বাইরে থেকেই তিনি সেই ইচ্ছের কথা জানিয়েছেন বিসিবির শীর্ষ এক পরিচালককে। বাংলাদেশে অন্তবর্তিকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবির ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন ৭-৮জন বোর্ড পরিচালক।


তারাই করনীয় ঠিক কুরতে আলোচনায় বসেছিলেন। সেখানেই বিসিবির শীর্ষ এক পরিচালক পাপনের ইচ্ছের কথা জানান। তিনি আরও জানিয়েছেন বিসিবির সংস্কারের পক্ষেও মত দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে। যা পরিচালনা পরিষদের অনুমোদনও লাগবে।


ধারণা করা হচ্ছে বিসিবির পরিচালকরা সরকারের সুস্পষ্ট নির্দেশনা চাইবে এ ব্যাপারে। সরকার চাইলে বোর্ডের সবাই এক যোগে পদত্যাগ করতেও রাজি। এরই মধ্যে গত ১১ আগস্ট বিসিবির শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা সেই সময় বিসিবির বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলেছেন তার সঙ্গে।



এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব বলেন, ‘বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। যাঁরা বিসিবির পরিচালক আছেন, তাঁরা আইসিসির নিয়মের মধ্যে থেকে কীভাবে বিষয়টি সমাধান করা যায়, সেটি দেখবেন। অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি না, সেই বিষয়ে তাঁরা আমাদের পরবর্তী সময়ে জানাবেন।’


২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন পাপন। এরপর ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত সভাপতি হিসেবে বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক। এরপর টানা তিন মেয়াদে বাংলাদেশের ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball