promotional_ad

বাংলাদেশের বিবর্ণ দিন, ২৪৫ রানে এগিয়ে পাকিস্তান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাহমুদুল হাসান জয় একপ্রান্তে টিকে থাকলেও পেসার নাসিম শাহ, মীর হামজাদের বোলিংয়ে তোপে আসা-যাওয়ার হিড়িক পড়েছিল মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মাঝে। ইসলামাবাদে প্রথম দিনে পেসাররা দাপট দেখালেও পরদিন ঘটেছে ঠিক উল্টো ঘটনা। দ্বিতীয় দিনের পুরোটা সময় জুড়ে আধিপত্য বিস্তার করেছেন পাকিস্তানের ব্যাটাররা।


বল হাতে একেবারে বিবর্ণ ছিলেন হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের এমন বিবর্ণ দিনে ব্যাটিংয়ে উজ্জ্বল পাকিস্তান শাহীনসের উমর আমিন, সৌদ সাকিলরা। দারুণ ব্যাটিংয়ে উমর খেলেছেন ১৭৭ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি করা সাকিলের ব্যাট থেকে এসেছে ৭৬ রান।



promotional_ad

দ্বিতীয় দিন শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৭। বাংলাদেশের চেয়ে ২৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। আগের দিনের বিনা উইকেটে ২ রান নিয়ে ব্যাটিংয়ে নাামে পাকিস্তান। তবে দিনের শুরুতেই সাইম আইয়ুবের উইকেট হারায় তারা।


তানজিম সাকিবের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে এজ হয়ে স্লিপে থাকা নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তরুণ এই ওপেনার ফিরে গেছেন মাত্র ১১ রানে। আরেক ওপেনার মোহাম্মদ হুরায়রা উইকেটে থিতু হলেও পঞ্চাশ স্পর্শ করতে পারেননি। উমরের সাথে জুটির সেঞ্চুরি হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি।


অফ স্পিনার নাঈমের বলে রাজার হাতে ক্যাচ দিয়েছেন ফিরতে হয় ৩৯ রান করা হুরায়রা। পাকিস্তানের এই ওপেনারের বিদায়ে ভাঙে উমরের সঙ্গে ৯৬ রানের জুটি। এরপর সাকিলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন উমর। তারা দুজনে মিলে যোগ করেন ১৯৫ রান। জুটি গড়ার পথে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন উমর।



তাদের দুজনের জুটি ভাঙেন হাসান মুরাদ। বাংলাদেশের এই স্পিনার ফিরেছেন তাদের দুজনকেই। ১৭৭ রান করা উমর এবং ৭৬ রানের ইনিংস খেলা সাকিল, দুজনই উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। ৩১ রান করা সাদ খানকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় শেষ করেছেন ২০ রানে অপরাজিত থাকা কামরান গুলাম। বাংলাদেশের হয়ে মুরাদ দুটি এবং নাঈম, তানজিম নিয়েছেন একটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball