স্ট্রেংথ টেস্ট দিয়ে শুরু হলো বাংলাদেশ দলের প্রস্তুতি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ হওয়ার কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি।
যদিও ক্রিকেটাররা শনিবার স্ট্রেংথ টেস্ট দিয়েছেন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন মোট ১৪জন ক্রিকেটার। পরবর্তীতে সময় সুযোগ বুঝে আবারও রানিং টেস্টের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ফিজিও বায়জেদুল ইসলাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'পাকিস্তান সফরকে সামনে রেখে কাল থেকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন এই শ্রীলঙ্কান।'
ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে অনেকে 'এ' দলের হয়ে পাকিস্তানে শাহীন্সের বিপক্ষে চারদিনের ও সীমিত ওভারের সিরিজে খেলবেন। ফলে সব ক্রিকেটারকে আবারও এক সঙ্গে পাওয়া নিয়েও শঙ্কা আছে। বিসিবি অবশ্য সুবিধাজনক সময়ে আবার রানিং টেস্ট নিতে আশাবাদী।
এ প্রসঙ্গে বাংলাদেশ দলের ফিজিও বলেছেন, 'ক্যাম্পিং আজকে থেকেই শুরু হয়ে যাবে। স্কিল নিয়ে আগামী কালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টটা আবহাওয়ার ওপর নির্ভর করছে। আমাদের প্লেয়ারদের পাওয়া না পাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করবে। অনেক প্লেয়ার 'এ' দলে চলে যাবে। পরবর্তীতে জাতীয় দলের প্রোগ্রামে যোগ হবে। সময় বের করে হয়তো পরিকল্পনা করা হবে।'
বাংলাদেশ দলের এই ফিটনেস ক্যাম্পের দেখভাল করছেন জাতীয় দলের ট্রেনার ন্যাথান কিলি। এরই মধ্যে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেসহ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাদের নিয়েই শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প।