promotional_ad

ফের বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন রিচার্ড স্টনিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

৮ ডিসেম্বর ২৪
সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছেন রিচার্ড স্টনিয়ার। অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে আবারও তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসছেন তিনি।


ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন স্টনিয়ার নিজেই। এ ছাড়াও বিসিবির গেম ডেভলপমেন্টের একটি সূত্র থেকেও এমনটা জেনেছে ক্রিকফ্রেঞ্জি। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুব দলের সঙ্গে থাকবেন স্টনিয়ার।



promotional_ad

গেম ডেভলপমেন্টের সেই সূত্র বলেছে, 'স্টনিয়ারকে ফেরানো হচ্ছে। আগস্টের ৩ তারিখ ঢাকায় এসে পৌঁছাবে। দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। সে পুরোনো একজন কোচ আমাদের। আমরা আবারো তাকে ফিরিয়েছি।'


যুব দলের ফিটনেস ট্রেইনার হিসেবে ২০১৮ সালে যোগ দিয়েছিলেন স্টনিয়ার। আকবর আলীদের বিশ্বকাপ জেতার পিছনে তার ভূমিকা ছিল অসাধারণ। পুরো দলকে উজ্জীবিত করেছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত চার বছর স্টনিয়ার কাজ করেছিলেন বিসিবিতে।


এরপর বিসিবি চাইলেও চুক্তি নবায়ন করেননি তিনি। পারিবারিক কারণে দেশে ফিরে যান। বিসিবি তাই তার সঙ্গে চুক্তি করতে পারেনি। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে বিসিবি আবারও যুক্ত করেছে যুব বিশ্বকাপজয়ী নাভিদ নাওয়াজকে।



জানা গেছে, নাভিদের চাওয়াতেই আবারও যুব দলের ক্যাম্পে যোগ দেবেন স্টনিয়ার। আগামী সপ্তাহেই বাংলাদেশে আসার কথা তার। এদিকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে সন্দিপ কুমার রমালকে। এই দুজন একইসঙ্গে কাজ শুরু করবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball