promotional_ad

এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জেতা কঠিন: নান্নু

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিলেও বাংলাদেশের দলীয় পারফরম্যান্স নিয়ে সমালোচনা বইছে। বিশেষ করে পুরো টুর্নামেন্ট জুড়েই হতাশ করেছেন ব্যাটাররা। ওপেনার লিটন দাস থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান কেউই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।


এরপর থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তনের দাবি তুলেছেন অনেকে। বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন হুট করে বিশ্বকাপ জেতা কঠিন। এজন্য পরিকল্পনা নিয়ে শক্তিশালী দল তৈরি করতে হবে। তাহলেই কেবল ভালো পারফরম্যান্স আশা করা যায়। নান্নু আশাবাদী আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে।


সেই প্রত্যাশা নিয়ে নান্নু বলেন, ‘এখানে কিন্তু অনেক চিন্তা-ভাবনা করে। একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তা করা উচিত। এখন আমাদের যে অবস্থা, এই অবস্থায় হুট করে বিশ্বকাপ জেতা কঠিন। একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে যদি দলটাকে তৈরি করতে পারি। আগামী বিশ্বকাপে ভালো করার আশা করব।’



promotional_ad

বাংলাদেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নেয়ার একমাত্র সুযোগ হয় বিপিএলে। সেখানেও থাকে বিদেশিদের প্রাধান্য। অবশ্য গত কয়েক বছর ধরে বিসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে সীমিত আকারে। সেখানেও অভাব রয়েছে প্রতিদ্বন্দ্বীতার। আদতে দেশের ক্রিকেটের লাভ খুব একটা হচ্ছে না। টি-টোয়েন্টির সঙ্গে জুতসই ক্রিকেটার বের করে আনতে না পারলে এসব টুর্নামেন্ট মূল্যহীন বলেই ধরে নেয়া যায়।


অবশ্য বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা চলছে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। সেই পরিকল্পনা এবার বাস্তবায়নের পথে বিসিবি। সাবেক এই প্রধান নির্বাচক বর্তমানে বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্বে আছেন। তিনিও এই পরিকল্পনা সঙ্গে সরাসরি যুক্ত। আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে দেশের ক্রিকেটাররা সুফল পাবেন বলে আশাবাদী নান্নু।


তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতেও আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, টি-টোয়েন্টিতে অনেক কম খেলোয়াড়রা ম্যাচ পায়। বিপিএল হয়, ফ্র্যাঞ্চাইজি ব্র্যাকেটে, এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রা খেলে। এই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কম থাকে। ’


‘এখন চেষ্টা করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটারদের জন্য যে টুর্নামেন্টগুলো, ম্যাচের সংখ্যা বাড়ানো। টি-টোয়েন্টি ফরম্যাটে আরও কিছু খেলোয়াড় দরকার ভালো। কিছু আইডেন্টিফাইড খেলোয়াড় দরকার একেকটা প্লেসের মধ্যে যাদেরকে নার্সিং করে আন্তর্জাতিকের জন্য তৈরি করা। তার সঙ্গে সঙ্গে এ খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা দিতে হবে।’



লম্বা সময় ধরেই দেশ জুড়ে ক্রিকেট ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বিসিবি। কয়েক বছর ধরে ঢাকার বাইরেও নিয়মিত সিরিজ আয়োজন হচ্ছে। বর্তমানে একই সঙ্গে চলছে হাই পারফরম্যান্স ও বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। কদিন পরেই বিসিবির একটি দল যাবে অস্ট্রেলিয়া সফরে। এর আগে দুই দলই অনুশীলন করছে ঢাকায়। এই ক্যাম্পকে আরও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।


তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট তো পুরোপুরি ঢাকাকেন্দ্রিক। আমাদের তো এখনও সেন্ট্রালাইজড হয়নি। এটা যদি আপনি বলেন, আমাদের চারটা রিজিওনাল বোর্ড আছে। কিন্তু হাই পারফরম্যান্স ইউনিট যদি থাকতো তাহলে আপনি ৮০টা খেলোয়াড়কে নার্চার করতে পারতেন। তাহলে আন্তর্জাতিক অঙ্গনের জন্য খেলোয়াড়দের তৈরি করা যেতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball