promotional_ad

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অ্যাটকিনসন-স্মিথের অভিষেক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সবচেয়ে সফলতম পেসারের অবসরের ম্যাচে অভিষেক হচ্ছে দুজনের। পেসার গাস অ্যাটকিনসনের সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবার ইংলিশদের জার্সিতে খেলতে দেখা যাবে জেমি স্মিথকে।


২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। যে ভেন্যুতে ইংল্যান্ডের হয়ে প্রথমবার খেলতে নেমেছিলেন সেই মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি। দুই দশকের বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ার শেষে সাদা পোশাকে নিয়েছেন ৭০০ উইকেট।



promotional_ad

ইতিহাসের তৃতীয় ও একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেট নেয়ার কীর্তি গড়া অ্যান্ডারসন ১০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবেন নিজের শেষ ও ১৮৮তম টেস্ট। যার ফলে অনুমেয়ভাবেই একাদশে রয়েছেন ৪১ পেরিয়ে ৪২ বছর ছুঁইছুঁই এই পেসার। অ্যান্ডারসনের ছেড়ে যাওয়ার ম্যাচে অভিষেক হচ্ছে আরেক পেসারের।


সবশেষ ভারত সফরের স্কোয়াডে থাকলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি অ্যাটকিনসনের। যদিও সংক্ষিপ্ত সংস্করণে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে ১২ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। অবশেষে অপেক্ষার পালা শেষ করে ইংল্যান্ডের হয়ে টেস্ট জার্সি গায়ে জড়াচ্ছেন সারের এই পেসার। সবশেষ অ্যাশেজে সিরিজসেরার পুরস্কার জেতা ক্রিস ওকস ফিরেছেন একাদশে।


সেই অ্যাশেজের পর এবারই প্রথম ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামছেন ওকস। ভারত সফরে অভিষেক হওয়া অফ স্পিনার শোয়েব বাসির একাদশে আছেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। দলের প্রয়োজনে অবশ্য চাইলে জো রুটকে ব্যবহার করতে পারবেন অধিনায়ক বেন স্টোকস।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে সুযোগ মেলেনি বেন ফোকস ও জনি বেয়ারস্টোর কারও। তাদের দুজনের বদলি হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্মিথ। স্কোয়াডে একমাত্র উইকেটকিপার হিসেবে থাকায় তার অভিষেক হওয়াটা নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হচ্ছেও ঠিক তাই। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ৫৬.৪১ গড়ে ৬৭৭ রান করা স্মিথের তাই অভিষেক হচ্ছে লর্ডসে।


প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ. জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বাসির, জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball