promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে নেপাল অধিনায়কের হুঙ্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। দুটি ম্যাচেই হেরেছে দলটি। এবার অপেক্ষাকৃত দুর্বল দল নেপালের বিপক্ষে খেলবে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। যদিও এই ম্যাচে স্বস্তি নেই দলটির। ইতোমধ্যেই শ্রীলঙ্কাকে হুমকি দিয়ে রেখেছে নেপাল।


শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি আসরে নেপালের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে রোহিত পাওডেলের দল হারে নেদারল্যান্ডসের বিপক্ষে। এদিকে লঙ্কানরা নিজেদের প্রথম ম্যাচটি হারে সাউথ আফ্রিকার বিপক্ষে। ব্যবধান ছিল ছয় উইকেটের।



promotional_ad

এরপর বাংলাদেশের বিপক্ষে হারে শ্রীলঙ্কা। উত্তেজনায় ঠাসা ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় দুই উইকেটে। সুপার এইটে উঠতে হলে নেপালকে হারানোর বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। অপরদিকে নেপালও ছেড়ে কথা বলতে চাইছে না।


আরো পড়ুন

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

১৮ জানুয়ারি ২৫
ছন্দ ধরে রেখে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের, ফাইল ছবি

অধিনায়ক রোহিত পাওডেল বলেন, 'হ্যাঁ, অবশ্যই (শ্রীলঙ্কাকে হারাতে আশাবাদী)। এই বিশ্বকাপে সহযোগী দলগুলো টেস্ট খেলুড়ে দেশগুলোকে হারাচ্ছে। আর এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে, আগামীকালের ম্যাচের জন্য। তাই দল হিসেবে বিশ্বাস করি, আগামীকাল আমরা জিতব।'


'গত কয়েক মাস ধরে যেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং গত দেড় বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি, আমি মনে করি দলের মধ্যে আত্মবিশ্বাসটা আছে এবং আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমরা আগামীকাল মাঠে নামতে চাই এবং বিশ্বের সামনে আমাদের প্রতিভা দেখাতে চাই।'



এবারের আসরে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। পাওডেলের মতে, কোনও দলকে হারিয়ে দেয়া এখন আর অসম্ভব নয়।


তিনি আরও বলেন, 'টুর্নামেন্টে তাকালে দেখা যাবে অনেক উত্থান-পতন হয়েছে। তাই দল বিশ্বাস করে, দল হিসেবে আমাদের চেয়ে বেশি চাপ থাকে টেস্ট খেলুড়ে দেশের ওপর। আমরা চাপটা কাজে লাগাব, চাপ তৈরি করব। কালকের ম্যাচটা আমরা জিততে চাই। তাই আমরা যদি মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে পারি, আমি মনে করি আমরা এগিয়ে থাকব। আমি মনে করি, শ্রীলঙ্কা দল আমাদের চেয়ে বেশি চাপে থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball