promotional_ad

দয়ালকে ম্যাচসেরার পুরষ্কার উৎসর্গ করলেন ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

গত আইপিএলে রিঙ্কু সিংয়ের কাছে টানা পাঁচ ছক্কা হজম করেছিলেন ইয়াশ দয়াল। সেই ম্যাচের পর অনেক সমালোচনা হজম করা বাঁহাতি এই পেসার এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অসাধারণ পারফর্ম করে দল জিতিয়েছেন। রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরুকে প্লে-অফেও নিয়ে গেছেন দয়াল। ম্যাচসেরার পুরষ্কারটি তারই প্রাপ্য ছিল বলে মনে করেন ফাফ ডু প্লেসি।


প্লে অফ নিশ্চিত করতে হলে এ দিন চেন্নাইকে অন্তত ১৮ রানে হারাতে হতো বেঙ্গালুরুকে। তাহলেই কেবল রানরেটে এগিয়ে থেকে প্লে-অফের সমীকরণ নিশ্চিত হতো বেঙ্গালুরুর। দয়ালের অসাধারণ শেষ ওভারে সেটাই করেছে তারা। ম্যাচ জিতেছে ২৭ রানে।


২১৯ রানের লক্ষ্যে খেলতে নামা চেন্নাই ২০১ রান করলেই প্লে অফের টিকিট কাটতে পারত। এই সমীকরণ মেলাতে শেষ ওভারে তাদের দরকার ছিলো ১৭ রান। দয়ালের প্রথম বলেই ফাইন লেগে বিশাল এক ছক্কা হাঁকান দলটির কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।


promotional_ad

৫ বলে তখন ১১ রান লাগত চেন্নাইয়ের। পরের বলটি স্লোয়ার দেন দয়াল। সেটি হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন ধোনি। তারপরের চার বলে দয়াল মাত্র ১ রান দেন। শার্দুল ঠাকুর ওভারের তৃতীয় বলে রান নিতে পারেননি, চতুর্থ বলে নেন এক রান। শেষ দুই বলে কিছুই করতে পারেননি ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকা জাদেজা।


ফলে প্রথম আট ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বেঙ্গালুরু জিতে যায় ম্যাচটি। ম্যাচে আগে ব্যাটিং করে ৩৯ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন ডু প্লেসি। পরে আজিঙ্কা রাহানে এবং মিচেল সান্টনারের ক্যাচও লুফে নেন তিনি। এর মধ্যে সান্টনারের ক্যাচটি ফসকে গেলে সেটি ছয় হয়ে যেত। এমন অনবদ্য পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি।


ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, 'ম্যাচটি খুবই ক্লোজ ছিল। সেখানে এমএস ধোনি ছিল। আমার মনে হয়েছে, ওহ ঈশ্বর, এমনটা যেন না হয়... ম্যাচটা এভাবে শেষ না হোক। সে (ধোনি) এমনটা অসংখ্যবার করেছে।'


'আমার মনে হয় ভেজা বলে আমরা যেভাবে বোলিং করেছি (সেটা দারুণ)...আমরা বলটি কয়েকবারই পরিবর্তন করতে চেয়েছি...কেননা এই বলে বোলিং করা কঠিন ছিল। আমি ম্যাচসেরার পুরষ্কারটি ইয়াশ দয়ালকে উৎসর্গ করতে চাই। সে আজ রাতে যেভাবে বোলিং করেছে সেটা অসাধারণ। ম্যাচসেরার পুরষ্কার তারই প্রাপ্য।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball