promotional_ad

রাজস্থানকে হারতে দিলেন না জায়সাওয়াল-হেটমায়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আর্থিক সঙ্কট, ভাইয়ের আত্মহত্যা ও সাকারিয়ার আইপিএল আরাধ্য সাধন

২১ ফেব্রুয়ারি ২১
সংগৃহীত

লক্ষ্য ১৪৮ রানের। তবুও চন্দ্রিগড়ের মন্থর উইকেটে সেই লক্ষ্যটাই চ্যালেঞ্জিং হয়ে উঠল রাজস্থান রয়্যালসের সামনে। পাঞ্জাব কিংসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দফায় দফায় ম্যাচ ঘুরে যাচ্ছিল তাদের দিকে। যদিও দলকে হতাশ করলেন না শিমরন হেটমায়ার-রভম্যান পাওয়েলরা। তাদের ছোটো ছোটো ক্যামিওতে এক বল বাকি থাকতেই জিতে গেল রাজস্থান। এই জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল সাঞ্জু স্যামসনের দল।


ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে ৫৬ রানের ওপেনিং জুটি গড়েন রাজস্থানের দুই ওপেনার ইয়াশভি জায়সাওয়াল এবং তানুশ কইতান। ৩১ বলে ২৪ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে বোল্ড হন তানুশ। দলীয় ৮২ রানে জায়সাওয়ালের উইকেটও হারায় রাজস্থান।


এই ওপেনারের ব্যাটে আসে ২৮ বলে ৩৯ রানের ইনিংস। জায়সাওয়াল ফেরার এক ওভার পরেই ফিরে যান স্যামসন। ১৪ বলে ১৮ রান করে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। দলীয় ১১৫ রানের মধ্যে ইনফর্ম রায়ান পরাগ এবং ধ্রুব জুরেলের উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে দলটি।



promotional_ad

শেষদিকে হেটমায়ারের ১০ বলে অপরাজিত ২৭ এবং পাওয়েলের ৫ বলে ১১ রানের ইনিংসে শেষ ওভারে গিয়ে জয় পায় একবারের শিরোপাজয়ীরা। পাঞ্জাবের হয়ে রাবাদা এবং স্যাম কারান দুটি করে উইকেট নেন।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাব কিংসের। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ১২ বলে ১৫ রান করে আভেষ খানের বলে ফিরে যান অথর্ব টাইডে। তারপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন রাজস্থানের স্পিনাররা।


১৪ বলে ১০ রান করে ধুঁকতে থাকা প্রভসিমরান সিংকে ফেরান যুবেন্দ্র চাহাল। তারপর টানা দুই ওভারে আরও দুই উইকেট তুলে নেন জস বাটলারের বদলে এই ম্যাচে সুযোগ পাওয়া কেশভ মহারাজ। ১৯ বলে ১৫ রান করা জনি বেয়ারস্টো এবং ১০ বলে ৬ রান করা স্যাম কারানকে ফেরান এই সাউথ আফ্রিকান।


পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিতে চাইলেও ২৪ বলে ২৯ রান করে ফিরতে হয় জিতেশ শর্মাকে। এই উইকেটরক্ষককেও বিদায় করেন আভেষ। শেষদিকে লিয়াম লিভিংস্টোনের ১৪ বলে ২১ এবং আশুতোষ শর্মার ১৬ বলে ৩১ রানের ক্যামিওতে দেড়শ'র কাছাকাছি যায় রাজস্থানের ইনিংস।



আভেষ এবং মহারাজ দুজনই নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন। চাহাল, ট্রেন্ট বোল্ট এবং কুলদিপ সেন। এ দিন রাজস্থানের বোলারদের প্রত্যেকেই ওভারপ্রতি ৯ রানের কম করে দেন, এরমধ্যে বোল্ট ও মহারাজ দেন ওভারপ্রতি ছয় রানেরও কম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball