বোলারদের ‘অতিরিক্ত’ রান দেয়া দেখে বিব্রত পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং
২২ ফেব্রুয়ারি ২৫
আইপিএলে গত রাতের ম্যাচে দিল্লি ক্যাপিটালকে যখন ২৭৩ রানের লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স, প্রতিপক্ষ দলের কোচ হিসেবে তখনই বেশ বিব্রত হয়ে পড়েন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান এই কোচের বিব্রত হওয়ার আরেকটি কারণ নিজ দলের বোলারদের 'অতিরিক্ত' রান দেয়া।
বিশাখাপত্তমে বুধবার রাতের ম্যাচে সুনিল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেলদের তাণ্ডবে ২৭২ করে কলকাতা। ৩৯ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নারিন। ১৮ বছর বয়সী তরুণ ব্যাটার রঘুবংশী ২৭ বলে খেলেন ৫৫ রান।

শেষদিকে আন্দ্রে রাসেল ১৯ বলে ৪১, রিঙ্কু সিং ৮ বলে ২৬ এবং শ্রেয়াস আইয়ার ১১ বলে ১৮ রান করেন। নিজ দলের বোলারদের ধেবড়ক পিটুনি খাওয়া দেখে বিব্রত হন পন্টিং। এ ছাড়া বোলারদের 'অতিরিক্ত' রান দেয়া দেখেও চিন্তার ভাঁজ পড়ে তার কপালে। কলকাতার ইনিংসে ১৫টি ওয়াইড, একটি নো বল মিলিয়ে ২২ রান দেয় দিল্লির বোলাররা।
দিল্লির মেন্টর পিটারসেন
২৭ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ শেষে পন্টিং বলেন, 'পর্যালোচনা করা কঠিন এখন। আসলে প্রথম অর্ধের পরই আমি প্রচণ্ড বিব্রত হয়ে পড়েছিলাম। এত রান দেওয়া… আমরা ১৭টা ওয়াইড (আসলে ১৫ ওয়াইড আর ১ নো বল) বল করেছি। দুই ঘণ্টার মতন আমাদের বল করতে হয়েছে। আমরা দুই ওভার পেছনে ছিলাম এজন্য শেষ দুই ওভারে বাউন্ডারিতে একজন ফিল্ডার কম রাখতে হয়েছে।'
'ম্যাচে অনেক কিছু হয়েছে যা অগ্রহণযোগ্য, যেটা দল হিসেবে দ্রুতই আমাদের সমাধান করে সামনে লড়াইয়ে থাকতে হবে। ড্রেসিংরুমে একটা ভালো আলোচনা হবে আশা করি।'
২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৬ রানে অল আউট হয় দিল্লি। ঋষভ পান্ত, ত্রিস্তান স্টাবস হাফ সেঞ্চুরি পেলেও আর কেউই সেভাবে ব্যাটিং করতে না পারায় লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি দিল্লি।