সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

ছবি: লর্ডসে ভারতকে আগলে রেখেছেন লোকেশ রাহুল

রুটের সেঞ্চুরি ও জেমি স্মিথ-ব্রাইডন কার্সের হাফ সেঞ্চুরির পরও ইংল্যান্ডকে চারশর আগেই আটকে দেয় ভারত। ৩৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। আগের ওভারে ক্রিস ওকসকে তিন চার মারা ইয়াশভি জয়সাওয়ালকে ফেরান জফরা আর্চার। নানান রকমের চোট কাটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারির ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন ডানহাতি এই পেসার। লর্ডসে নিজের ফেরার ম্যাচে তৃতীয় বলেই উইকেট পেয়েছেন তিনি।
দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট
২ ঘন্টা আগে
ডানহাতি পেসারের লেংথ ডেলিভারিতে এজ হয়ে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুককে ক্যাচ দিয়েছেন ১৩ রান করা জয়সাওয়াল। বাঁহাতি ওপেনার ফেরার পর প্রতিরোধ গড়ে তোলেন কারুন নায়ার ও রাহুল। থিতু হলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন নায়ার। হাফ সেঞ্চুরির আগে ৬২ বলে ৪০ রান করা ডানহাতি ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে এক হাতে ক্যাচ নিয়েছেন রুট। সেই ক্যাচে দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটে উইকেটকিপারদের বাইরে সর্বোচ্চ ২১১ ক্যাচ নেয়ার রেকর্ড এখন রুটের দখল।

হেডিংলিতে ভারতীয় গ্রেট দ্রাবিড়ের ২১০ ক্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন ইংলিশ এই ক্রিকেটার। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও লর্ডসে নিজেকে মেলে ধরতে পারেননি শুভমান গিল। পেসার ওকসের বলে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়েছেন ১৬ রানে। আউট হওয়ার আগে ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলির এক সিরিজে ৫৯৩ রানকে ছাড়িয়ে গেছেন ভারতের অধিনায়ক। সাবধানী ব্যাটিংয়ে ৯৭ বলে হাফ সেঞ্চুরি করা রাহুল দিন শেষে অপরাজিত আছেন ৫৩ রানে। তাকে সঙ্গ দেয়া ঋষভ পান্ত তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন ১৯ রান নিয়ে।
দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট
২১ ঘন্টা আগে
এর আগে ৯৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করা রুট সেঞ্চুরি পেয়েছেন দিনের প্রথম বলেই। টেস্টে এককভাবে পঞ্চম সর্বোচ্চ মালিক এখন ইংলিশ ব্যাটার। টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এতদিন দ্রাবিড় ও স্মিথের সঙ্গে ছিলেন রুট। তবে লর্ডসে সেঞ্চুরি করে তাদের দুজনকেই পেছনে ফেলেছেন। লর্ডসের পাওয়া সেঞ্চুরি ভারতের বিপক্ষে রুটের ১১তম সেঞ্চুরি। স্মিথের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে ১১ টেস্ট সেঞ্চুরি করেছেন রুট। স্মিথের ৪৬ ইনিংস লাগলেও ইংলিশ ব্যাটারের লেগেছে ৬০ ইনিংস।
তৃতীয় ব্যাটার হিসেবে লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন রুট। ১৪৩, ১০৩ এবং ভারতের বিপক্ষে ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ১০৪ রানে। রুটের আগে লর্ডসে ১৯১২-২৬ সময়কালে জ্যাক হবস ও ২০০৪-০৫ মৌসুমে মাইকেল ভন এমন কীর্তি গড়েছিলেন। এতসব কীর্তির একটু পরই ফিরতে হয়েছে তাকে। বুমরাহর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১০৪ রানের ইনিংস খেলে। সকালের শুরুতে দ্রুতই ব্রুককে ফেরান বুমরাহ। পরবর্তীতে স্টোকস ও স্মিথ মিলে ইংল্যান্ডকে টানতে থাকেন। তাদের দুজনের জুটিও ভেঙেছেন ভারতীয় তারকা পেসারই।
বুমরাহর ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৪৪ রান করা স্টোকস। একটুখানি পর ওকসের উইকেটও তুলে নেন তিনি। তবে কার্স ও স্মিথ মিলে ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়ান। ৫৬ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন স্মিথ। অন্যদিকে কার্স আউট হয়েছেন ৮৩ বলে ৫৬ রানের ইনিংস খেলে। দুজনকেই ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ। কার্স ও স্মিথের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে ইংল্যান্ড। মাঝে আর্চারকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান বুমরাহ।