promotional_ad

আফ্রিদির সঙ্গে ‘শান্তিচুক্তি’ করল পিসিবি!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা

২৮ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান, আইসিসি

পাকিস্তান ক্রিকেটে বাবর আজম এবং শাহীন শাহ আফ্রিদিকে ঘিরে নানান নাটকীয়তার সমাপ্তি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে শাহীন শাহ আফ্রিদির বৈঠকের পরই চলমান এই অস্থির পরিস্থিতি কেটে গিয়েছে।


সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয় বাবরকে। পাকিস্তান দলকে বিশ্বসেরা বানানোর ঘোষণাও দেন বাবর। সেই বিবৃতি এসেছে পিসিবির ওয়েবসাইটে। একইসঙ্গে বিদায়ী অধিনায়ক আফ্রিদির একটি বিবৃতিও ছাপায় পিসিবি।


যেখানে আফ্রিদি বলেন, '(নেতৃত্বের) সুযোগ পাওয়া ও স্মৃতিগুলোকে আমি সবসময়ই লালন করব। দলের একজন খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব আমাদের অধিনায়ক বাবর আজমের পাশে থাকা। তার নেতৃত্বে আগেও খেলেছি এবং তার প্রতি আমার কেবল সম্মানই আছে। মাঠের ভেতরে বাইরে তাকে সহায়তা করার চেষ্টা করব। আমরা সবাই এক, আমাদের লক্ষ্যও একই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল হয়ে ওঠায় সহায়তা করা।'



promotional_ad

পরবর্তীতে জানা যায় আফ্রিদি নাকি এমন কোনও কথাই বলেননি। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, নেতৃত্ব বদলের পুরো প্রক্রিয়া নিয়েই নাকি অসন্তোষ ছিলেন এই পেসার। পিসিবি তাকে দায়িত্ব দেয়ার সময় লম্বা সময় অধিনায়ক রাখার প্রতিশ্রুতি দেয়।


আরো পড়ুন

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

২ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি

মূলত এমন প্রতিশ্রুতি পেয়েই পাকিস্তানে অধিনায়ক হতে রাজি হন আফ্রিদি। একে তো এমন সিদ্ধান্তে তিনি খুশি ছিলেন না, তার ওপর পিসিবির বিবৃতি দেখে পাল্টা বিবৃতি দিতেও চেয়েছিলেন তিনি। যদিও শেষ মুহূর্তে টের পেয়ে তাকে থামায় পিসিবির কর্তারা। তারপর চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সোমবার তার সঙ্গে বৈঠকও ঠিক করে পিসিবির কর্তারা।


সেই ঘটনার পরই আসে পিসিবি চেয়ারম্যান নাকভির কাকুলে ক্যাম্প পরিদর্শনে যাওয়ার ঘোষণা। পাকিস্তান দলের ক্রিকেটাররা বর্তমানে কাকুলে সেনাবাহিনীর ট্রেনিংয়ে আছেন। গতরাতে সেখানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত করেছেন নাকভি।


এএফপি এবং ক্রিকইনফোর ভাষায়, সেই ক্যাম্পেই আফ্রিদির সঙ্গে ‘শান্তিচুক্তি’ করেন নাকভি। চেয়ারম্যানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থাকার কথা জানান আফ্রিদি। তবে পাকিস্তানের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সবকিছু মেনে নিয়ে পথ চলার সিদ্ধান্ত নেয়ার কথাও জানান আফ্রিদি।



গতরাতেই কাকুলে আফ্রিদির সঙ্গে নাকভির করমর্দন করার একটি ছবি প্রকাশ করে পিসিবি। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে আফ্রিদির সঙ্গে তার কী কথা হয়েছে তা নিয়ে কিছুই জানায়নি পিসিবি। পিসিবি বিবৃতিতে বলেছে, ‘কাছ থেকে অনুশীলন ক্যাম্পের অভিজ্ঞতা নিতে ও পাকিস্তান সেনাবাহিনীকে ধন্যবাদ দিতেই’ এই সফর করেছেন নাকভি।


নেতৃত্ব পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন আফ্রিদি। যেখানে মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে পাকিস্তান। চারটিতেই হেরেছে তার দল। একইসঙ্গে পিএসএলেও খারাপ পারফরম্যান্স করে আফ্রিদির লাহোর কালান্দার্স। সবমিলিয়ে বেশ কিছুদিন ধরেই অনুমেয় ছিল, নেতৃত্ব হারাতে চলেছেন আফ্রিদি!



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball