ম্যাচ জয়ের কৃতিত্ব রাসেলকে দিচ্ছেন আইয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আরো আগেই খেলা শেষ করতে না পারায় হতাশ শ্রেয়াস
২৪ ফেব্রুয়ারি ২৫
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরবিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন সুনীল নারিন। ব্যাট হাতে সফল হয়েছেন ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়াররা। তবে ম্যাচ জয়ের বড় কৃতিত্ব আন্দ্রে রাসেলকে দিচ্ছেন শ্রেয়াস আইয়ার।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৮৬ রান তোলে কলকাতা। ফিল সল্টের সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন নারিন। ২২ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৪৭ রান করেন নারিন। ২০ বলে ৩০ রান আসে সল্টের ব্যাটে।

এ ছাড়া ৩০ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন ভেঙ্কটেশ, অধিনায়ক শ্রেয়াসের ব্যাটে আসে ২৪ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস। ম্যাচে দারুণ এক ইনিংস খেলার পাশাপাশি এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নারিন।
ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম
২ মার্চ ২৫
যদিও ম্যাচ জয়ের পেছনে শ্রেয়াস কৃতিত্ব দিচ্ছেন আন্দ্রে রাসেলকে। বল হাতে ২৯ রান খরচায় দুই উইকেট নেন রাসেল। ম্যাচ জুড়ে বেশ কিছু স্লোয়ার ডেলিভারি করতে দেখা গেছে কলকাতার বোলারদের। বেঙ্গালুরুর ঘরের মাঠ ব্যাটিং সহায়ক হওয়ায় সতীর্থদের স্লোয়ারের পরামর্শ দিয়েছেন রাসেলই।
ম্যাচ শেষে শ্রেয়াস বলেন, 'ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।'
নারিনের দারুণ ইনিংসের প্রশংসাও করেছেন শ্রেয়াস। 'নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে চিন্তাভাবনা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভালো।'