promotional_ad

দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন সাকিব

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চোখের সমস্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কয়েকটি ম্যাচে ব্যাটিং করতে পারেননি সাকিব আল হাসান। স্ট্যান্স পরিবর্তন করে কয়েকটি ম্যাচে ব্যাটিং করলেও তারকা এই অলরাউন্ডারের ব্যাটিংয়ে জড়তা ছিল স্পষ্ট। চোখের এমন সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি সাকিবকে। মূলত বিপিএল শেষে চোখের চিকিৎসা করানোর কথা ছিল তার।


সেই কারণেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। ওয়ানডের পর প্রথম টেস্টের দলেই নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে না থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ রাউন্ডে খেলেছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে তিনে নেমে ব্যাট হাতে ১৪ বলে ১৯ রান করেছেন সাকিব। বোলিংয়ে ৭ ওভারে ৩৯ রান দিয়ে বাঁহাতি এই স্পিনারের শিকার ৩ উইকেট।


promotional_ad

এমন পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই আগের থেকে ভালো অনুভব করছেন বাংলাদেশের এই ক্রিকেটার। গুঞ্জন ছিল মুশফিকুর রহিমের চোটে সিলেট টেস্টেই ফিরবেন সাকিব। যদিও শেষ পর্যন্ত মুশফিকের পরিবর্তে দলে ডাকা হয় তাওহীদ হৃদয়কে। এদিকে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য সাকিবকে ফেরাতে আগ্রহী ছিল বিসিবি।


বোর্ডের চাওয়ায় সাড়া দিয়েছেন সাকিব নিজেও। যার ফলে ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তারকা এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


মুঠোফোনে ক্রিকফ্রেঞ্জিকে জালাল ইউনুস বলেন, ‘চট্টগ্রাম টেস্টে আমরা সাকিবকে চেয়েছিলাম, সে নিজেও আগ্রহ দেখিয়েছে। আশা করছি দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’


বাংলাদেশের হয়ে সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। পুরো বিশ্বকাপে ব্যাটে-বলে সেভাবে ছন্দে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি করার ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। যার ফলে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে। এদিকে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে এবং দেশের বাইরে সিরিজ খেলা হয়নি তার। অবশেষে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তাকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball