promotional_ad

নাহিদ বা মুশফিকের অভিষেকের ইঙ্গিত দিলেন হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদের ম্যাচ দিয়ে শুরু পিএসএল, পরদিন লিটন-নাহিদের খেলা

২৮ ফেব্রুয়ারি ২৫
পিএসএলে ভিন্ন তিন দলের হয়ে খেলবেন নাহিদ রানা (বামে), লিটন দাস (মাঝে) ও রিশাদ হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সবশেষ মৌসুমে গতিময় বোলিংয়ে নজর কেড়েছিলেন নাহিদ রানা। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অসাধারণ পারফর্ম করেছেন তিনি। দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন এই পেসার। এবার জাতীয় দলের ওয়ে অভিষেক টেস্টের দ্বারপ্রান্তে এই পেসার। প্রথম টেস্ট শুরুর আগের দিন চন্ডিকা হাথুরুসিংহে দিয়েছেন এমনই ইঙ্গিত।


ডানহাতি পেসার নাহিদ সবচেয়ে বেশি আলোচনায় আসেন গেল বিপিএলে। এবার শুরুতে অবশ্য দল পাননি তিনি। যদিও টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে তরুণ এই পেসারকে দলে টানে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে সাকিব আল হাসানের বিপক্ষে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন তিনি।



promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটে নাহিদের পরিসংখ্যানটাও বেশ সমৃদ্ধ। ১৫ ম্যাচে নাহিদের শিকার ৬৩ উইকেট। এমন পারফরম্যান্সে জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেন এবারই প্রথম। তার মতো গতিতে আলোড়ন তুলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন মুশফিক হাসানও। অভিষেকের দ্বারপ্রান্তে আছেন তিনিও। এই দুই পেসারকে অন্তত একজনকে অবশ্যই সিলেট টেস্টে দলে রাখতে চান হাথুরুসিংহে।


আরো পড়ুন

টি-টোয়েন্টি খেলার অনুমতি পেয়ে বিপিএলে দল পেলেন মুশফিক

৩০ জানুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের হেড কোচ বলেন, 'তারা বাংলাদেশের দারুণ প্রতিভা। তারা দুজনই ১৪০ এর বেশি গতিতে বোলিং করতে পারে। আমরা দারুণ গতিতে তাদের বোলিং করতে দেখেছি। তারা শারীরিকভাবেও অনেক শক্তিশালী। তারা দুজনই প্রথম শ্রেনির ক্রিকেটে ভালো শুরু পেয়েছে। তারা অনেক বোলিং করেছে। এটা দারুণ ব্যাপার। আমি মনে করি তাদের একজন অন্তত খেলবে এই ম্যাচে। যদি দুজনই না খেলে।'


এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পিঠের চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম। সিরিজ শেষেও এই পিঠের ব্যথা ভোগাচ্ছে তাকে। ইনজুরিতে না পড়লেও টিম ম্যানেজমেন্টের কাছ থেকে বিশ্রাম পেয়েছেন গত বছরের অক্টোবর থেকে একটানা ক্রিকেট খেলতে থাকা এই পেসার।



হাথুরুসিংহে আরও বলেন, 'সে কোনো ইনজুরিতে নেই। শরিফুল ঠিক আছে। শরিফুল অনেক বেশি সাদা বলের ক্রিকেট খেলেছে। আমরা তাকে বিশ্রাম দিয়েছি। তার বল করার প্রয়োজন নেই। কারণ সে অনেক বল করেছে। সে খেলার জন্য তৈরি আছে।'


পেসার হিসেবে বাংলাদেশের স্কোয়াডে আছেন চারজ???। নাহিদ, মুশফিক ও শরিফুল ইসলাম ছাড়াও আছেন সৈয়দ খালেদ আহমেদ। আসন্ন সিলেট টেস্টে শরিফুল বিশ্রামে থাকলেও নাহিদ বা মুশফিকের মধ্য থেকে অন্তত একজন অবশ্যই খেলবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball