আইপিএলে কোহলি-ডু প্লেসিদের দলের নাম পরিবর্তন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিডের ঝড় ম্লান করে পাঞ্জাবকে জেতালেন ওয়াদহেরা
২০ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম বদলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গত মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে দলের নাম পরিবর্তন করা হয়। দলটির নতুন নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এ বারের আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। তার ক'দিন আগেই নাম বদলে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। নাম বদলের এই গুঞ্জন সৃষ্টি হয়েছিল গত ১৩ মার্চ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিও দেখে এমনটা জানা গিয়েছিল।

ভারতের দক্ষিণ দিকে এই শহরের নাম ২০১৪ সালের ১ নভেম্বর থেকে বদলে যায়। আগে শহরটির নাম ছিল ব্যাঙ্গালোর। পরিবর্তিত হয়ে এখন তা হয়েছে বেঙ্গালুরু। অথচ ২০০৮ সাল থেকেই বিরাট কোহলিদের দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
তাই এবার আনুষ্ঠানিকভাবেই সেই নামটি বদলে নতুনভাবে 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু' রাখা হলো। আইপিএলে কোনও দলের নাম পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 'কিংস ইলেভেন পাঞ্জাব' তাদের নাম পরিবর্তন করে 'পাঞ্জাব কিংস' রাখে।
আইপিএলের প্রথম দিনেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে আরসিবি। বিরাট কোহলি- ফাফ ডু প্লেসির এই দলটি ইতোপূর্বে আইপিএলে কখনোই শিরোপা জিতেনি। সম্প্রতি অবশ্য উইমেন্স প্রিমিয়ার লিগ বা নারী আইপিএলে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নারী দল।