promotional_ad

লায়নের ঘূর্ণিতে বড় জয় পেল অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

১৯ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো

লক্ষ্য ছিল ৩৬৯ রানের। ওয়েলিংটনে এই লক্ষ্য তাড়া করতে পারলে রীতিমতো ইতিহাসই গড়তে হতো নিউজিল্যান্ডকে। যদিও সেই ইতিহাস আর গড়া হয়নি দলটির। লায়নের ঘূর্ণিতে খেই হারিয়ে ১৯৬ রানে অলআউট হয়ে যায় কিউইরা। ফলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ১৭২ রানের বিশাল ব্যবধানে।


১১১ রানে তিন উইকেট চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিন শুরু করেন রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে ১৬২ বলে ৬৭ রানের জুটি করেছিলেন তারা। এই জুটি ভাঙেন লায়ন। তার বলে পয়েন্টে ক্যাচ তুলে দেন ১০৫ বলে ৫৯ রান করা রাচিন।



promotional_ad

টম ব্লান্ডেল (০) এবং গ্লেন ফিলিপসকেও (১) ফেরান এই স্পিনার। মূলত নিচের দিকে আর কেউ লড়তে না পারায় বড় হারই মেনে নিতে হয় স্বাগতিকদের। শেষদিকে ২৮ বলে ২৬ রান করেন স্কট কুগেলেইন এবং ১৫ বলে ১৪ রান করেন ম্যাট হেনরি।


আরো পড়ুন

আরেকটি সেমি ফাইনালে হার প্রোটিয়াদের, ফাইনালে নিউজিল্যান্ড

১৪ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর মাইকেল ব্রেসওয়েলের উদযাপন, আইসিসি

মিচেল অবশ্য শেষ পর্যন্ত দলকে টিকিয়ে রাখার চেষ্টায় ছিলেন। যদিও শেষ উইকেট হিসেবে বিদায় নেন তিনি। জস হ্যাজলউডকে ফলো-থ্রু করে ক্যাচ হন তিনি। ফেরার আগে করেন ১৩০ বলে ৩৮ রান।


এই ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নিতে লায়ন খরচা করেন ৬৪ রান। প্রথম ইনিংসের ৪ আর এই ইনিংসে ৬ উইকেট নিয়ে গোটা ১০ উইকেট নিজের শিকার করেছেন লায়ন। এ ছাড়া ২০ রান দিয়ে দুই উইকেট শিকার করেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।



প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিনের ১৭৪ রানের সৌজন্যে ৩৮৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে কিউইরা অলআউট হয় মাত্র ১৭৯ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৬৪ রানে। কিউইদের হয়ে পাঁচ উইকেট নেন গ্লেন ফিলিপস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball