promotional_ad

ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না: জাকের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে জাকের-হৃদয়ের লম্বা লাফ

২৬ ফেব্রুয়ারি ২৫
তাওহীদ হৃদয় ও জাকের আলী, আইসিসি

দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে জেতার পরই মুশফিকুর রহিম বলেছিলেন ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিততে চান তারা। বিপিএলে কুমিল্লা ফাইনালে কখনোই হারে না। তবে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না সেটি জানা আছে জাকের আলী অনিকেরও।


পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনালে ওঠা কুমিল্লার সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ফাইনালের আগে কুমিল্লাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে আরও একটি পরিসংখ্যান। কুমিল্লা যে কখনোই ফাইনালে হারেনি।



promotional_ad

সর্বশেষ দুই মৌসুমের আগে ২০১৫ ও ২০১৯ সালে ফাইনাল উঠেও শিরোপা জিতেছিল কুমিল্লা। এই চারবার একরকম দাপট দেখিয়েই শিরোপা জিতে কুমিল্লা। ফাইনালের আগে দলটির সহ অধিনায়ক জাকেরও মনে করিয়ে দিলেন তেমনটা। পারফরম্যান্স করেই জিততে চান তারা।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

জাকের বলেন, 'ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না। ফাইনালে পারফরম্যান্স করেই কুমিল্লা প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরে এর ব্যতিক্রম থাকবে না। ফাইনালে উঠেছি, এখানে আমাদের লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্স করা।'


'যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয়, একটা জিনিস হচ্ছে কুমিল্লা এসব বড় ম্যাচ খেলে অভ্যস্ত। কুমিল্লা ফাইনাল খেলে অভ্যস্ত। দল হিসেবে আমরা জানি কীভাবে বড় পারফরম্যান্স করতে হয়। ওইদিকেই ফোকাস থাকবে। ওই অনুযায়ী খেলার চেষ্টা করব।'



প্লে-অফে সেরা দুইয়ে না থেকেও ফাইনাল খেলছে ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে দলটি। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে পাত্তাই দেয়নি তামিম ইকবালের দল। দল হিসেবে বরিশালকে বেশ ভালোভাবেই মূল্যায়ন করছে কুমিল্লা।


জাকের আরও বলেন, 'যেহেতু ফাইনাল ম্যাচ। অবশ্যই বরিশাল দল অনেক ভালো খেলেই ফাইনালে এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সবসময় সব দলকে সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সেরা ক্রিকেট খেলতে। ফাইনালেও আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball