promotional_ad

বাংলাদেশিসহ ৪ ব্যক্তি থেকে দূরে থাকতে ক্রিকেটারদের পরামর্শ দিল পিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদের ম্যাচ দিয়ে শুরু পিএসএল, পরদিন লিটন-নাহিদের খেলা

২৮ ফেব্রুয়ারি ২৫
পিএসএলে ভিন্ন তিন দলের হয়ে খেলবেন নাহিদ রানা (বামে), লিটন দাস (মাঝে) ও রিশাদ হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বিশ্ব ক্রিকেটে এখন বইছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উন্মাদনা। সেই সঙ্গে বাড়ছে ফিক্সারদের আনাগোনাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো বড় টুর্নামেন্টেও ফিক্সারদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো।


ফিক্সারদের নজর থেকে ক্রিকেটারদের দূরে রাখতে সবরকমের চেষ্টাই করে টুর্নামেন্টের আয়োজকরা। সাদা পোশাকে টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন দুর্নীতি বিরোধী কর্মকর্তারাও। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) সেই ব্যবস্থা রয়েছে।



promotional_ad

পিএসএলের এবারের আসরে ফিক্সিংয়ের শঙ্কা দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণে চার ব্যক্তি থেকে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে পিসিবি। এর মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও। এ ছাড়া একজন পাকিস্তানেরই আঞ্চলিক ক্রিকেট কোচ, দুইজন ভারতীয়।


মূলত পিএসএলে অংশ নেয়া দলগুলোর জন্য সম্পূর্ণ হোটেল বুক দেয়নি পিসিবি। ফলে খেলোয়াড়রা ছাড়াও হোটেলে সাধারণ মানুষরা রয়েছে। এমনকি সেখানে বাইরের মানুষরা যাওয়া-আসাও করতে পারে। এ কারণে ফিক্সাররা সুযোগ নিতে পারে বলে মনে করেন পিএসএল।


ক্রিকেটারদের এরই মধ্যে সন্দেহভাজন এই চার ব্যক্তির ছবি দেখানো হয়েছে। এদের কেউ ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করলেই দুর্নীতি দমন কর্মকর্তাকে বিষয়টি জানাতে পরামর্শ দেয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পিএসএলের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।



আগামী ১৮ মার্চ হবে পিএসএলের ফাইনাল। পিএসএলের এবারের আসরের ম্যাচগুলো হচ্ছে চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে রয়েছে লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি ও করাচি। সব জায়গাতেই ক্রিকেটারদের সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball