আইপিএলে ফিরতে অনুশীলন শুরু পান্তের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল
১ মার্চ ২৫
ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে বেশ কিছুদিন আগেই মাঠে ফিরেছেন ঋষভ পান্ত। এবার অপেক্ষার পালা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামার। তাই এই উইকেটরক্ষক ব্যাটারকে কর্ণাটকের আলুরেতে একটি অনুশীলন ম্যাচ খেলানো হয়। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তত্ত্বাবধানে এই ম্যাচ খেলেছেন তিনি।
২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হন পন্ত। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। স্বাভাবিকভাবেই খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। তবে সবকিছু ঠিক থাকলে আসন্ন আইপিএলেই তাকে মাঠে দেখা যাওয়ার কথা রয়েছে। এরপর আগে তার শারীরিক অবস্থা যাচাই করছে এনসিএ।

মঙ্গলবার এনসিএ এর ফিজিও এবং ট্রেইনারদের তত্ত্বাবধানে একটি ম্যাচ খেলেন পন্ত। ২০ ওভারের সেই ম্যাচটি সম্পূর্ণ খেলেছেন তিনি। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী ম্যাচে কোনো রকম অস্বস্তি অনুভব করেননি পান্ত। এমনকি ফিজিও, ট্রেইনার ও পর্যবেক্ষণকারী দল এই ভারতীয় ব্যাটারকে নিয়ে সন্তুষ্ট। এমনটাই মনেকরা হচ্ছে।
ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন
২ ঘন্টা আগে
অবশ্য ম্যাচ উইকেটরক্ষক হিসেবে দেখা যায়নি পন্তকে। আগামীকাল (বৃহস্পতিবার) এই কন্ডিশনিং ম্যাচের আরো একটি রাউন্ড শুরু হবে বলে আশাকরা হচ্ছে। এমনকি এই অনুশীলনটি আগামী মাসের (মার্চ) শুরুর দিক পর্যন্ত চলার কথা রয়েছে। যদি সেখানে সময়মত আইপিএলের জন্য প্রস্তত হতে পারেন। তাহলে দিল্লি ক্যাপিটালসের হয়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দেখা যাবে তাকে।
মূলত কিছুদিন আগেই দলটির কোচ রিকি পন্টিং জানিয়েছিলেন আসন্ন আইপিএলে পন্ত খেলতে পারলেও উইকেটরক্ষক হিসেবে খেলাটা কিছুটা কঠিন হবে তার জন্য। এদিকে পন্তের সঙ্গে এই ম্যাচে খেলেছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গোড়ালির চোটে পড়েন এই অলরাউন্ডার। এরপর থেকে তিনিও আছেন মাঠের বাইরে।