promotional_ad

জায়সাওয়ালকে নিয়ে ‘ধীরস্থির’ থাকতে চান রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জায়সাওয়ালের আউট নিয়ে সৈকতের পক্ষে শাস্ত্রী, বিপক্ষে গাভাস্কার

৩১ ডিসেম্বর ২৪
আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ ইয়াশভি জায়সাওয়াল (বামে), পাশে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর, গেটি ইমেজ

বরাবরই তারকায় ঠাসা থাকে ভারতীয় দল। তবে এই ভারতীয় দলে তারকাদের মাঝেই আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন ইয়াশভি জায়সাওয়াল। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই সব ফরম্যাটে দারুণ কিছু ইনিংস খেলেছেন এই ওপেনার। তবে এখনই তাকে প্রশংসায় ভাসাতে নারাজ রোহিত শর্মা।


ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টে অনবদ্য এক ডাবল সেঞ্চুরি করেছেন জায়সাওয়াল। তার সেঞ্চুরিতে দারুণভাবে ম্যাচ জিতে গেছে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গেছে রোহিতের দল। ম্যাচ শেষে জায়সাওয়ালকে নিয়ে মন্তব্য করেন রোহিত।



promotional_ad

তরুণ এই ওপেনারকে এখনই প্রশংসায় ভাসাতে চান না ভারতের অধিনায়ক, 'দেখুন, ওকে নিয়ে অনেক বলে ফেলেছি আগেই… বিশাখাপত্তমেও অনেক বলেছি ওকে নিয়ে এবং ড্রেসিং রুমের বাইরেও অনেকে নিশ্চিতভাবেই অনেক কিছু বলছে ওকে নিয়ে। আমি বরং ওকে নিয়ে ধীরস্থির থাকতে চাই। খুব বেশি বলতে চাই না ওর সম্পর্কে।'


আরো পড়ুন

দুবাই ঘরের মাঠ নয়, এখানে আমরা বেশি ম্যাচ খেলি না: রোহিত

৪ মার্চ ২৫
জাতীয় সংগীতের সময় ভারত, ফাইল ফটো

'ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করেছে ও। আমি চাই যে, এরকমই করতে থাকুক ও। হ্যাঁ, ভালো ক্রিকেটারই মনে হচ্ছে ওকে। ভালো ক্রিকেটার মনে হচ্ছে ওকে, নিজের খেলাটা ভালো বোঝে। অবশ্যই এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। এটা অসাধারণ এক ইনিংস ছিল। দলকে আরও অনেক কিছু দেওয়া আছে ওর। আশা করি, ওর পা মাটিতেই থাকবে।'


ছোটো ক্যারিয়ারে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন জায়সাওয়াল। টেস্ট ক্রিকেটেও উড়ন্ত সূচনা করেছেন তিনি। সাত টেস্ট খেলে এরই মাঝে হাঁকিয়েছেন তিন সেঞ্চুরি, যার দুটিই 'ডাবল'।



তার চেয়ে কম বয়সে একাধিক ডাবল সেঞ্চুরি আছে টেস্ট ইতিহাসে কেবল বিনোদ কাম্বলি এবং স্যার ডন ব্র্যাডম্যানের। রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১৪ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন জায়সাওয়াল যেখানে ১২টি ছক্কা হাঁকিয়ে ওয়াসিম আকরামের বিশ্বরেকর্ড স্পর্শ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball