promotional_ad

সরফরাজের ব্যাটিং দেখে মুগ্ধ কুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সরফরাজের সেরা চারে আফগানিস্তান থাকলেও নেই ইংল্যান্ড-সাউথ আফ্রিকা

১৬ ফেব্রুয়ারি ২৫
ফাইল ছবি

প্রথম শ্রেণির ক্রিকেট প্রায় ৭০ গড়ে রান তুলেছেন সরফরাজ খান। এমন ব্যাটারকে দ্বিতীয় টেস্টে না দেখে অনেকেই হতাশ হয়েছিলেন। অবশেষে রাজকোট টেস্টে অভিষেকেই খেললেন ৬৬ বলে ৬২ রানের ইনিংস। তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার অ্যালেস্টার কুক। কিন্তু সরফরাজের রান আউট সহজভাবে নিতে পারেননি তিনি।


দীর্ঘ সময় জাতীয় দলের অভিষেকের অপেক্ষার ছিলেন সরফরাজ। কিন্তু বিশাখাপত্তমে দলে ডাক পেয়েও একাদশে জায়গা হয়নি তার। ডানহাতি এই ব্যাটার নজর কেড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। যেখানে ৬৬ ইনিংসে ৬৯.৮৫ গড়ে রান করেছেন ৩ হাজার ৯১২। ঘরোয়া ক্রিকেটে তার এমন পরিসংখ্যানে অবাক হয়েছেন অনেকেই। সেখানে কিছুটা ভিন্ন ছিলেন কুক।



promotional_ad

ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে অনেক সময় প্রশ্ন থাকে, যেখানে ফ্ল্যাট উইকেট থাকায় ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। যেখানে রাজেন্দ্র ট্রফির মত টুর্নামেন্ট নিয়ে প্রায়ই প্রশ্ন তুলা হয়। কিন্তু কুকের মতে প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রায় ৭০ গড়ে রান করা মানে অন্য কিছু। এরপরও তিনি অপেক্ষায় ছিলেন সরফরাজ জাতীয় দলে কেমন করে সেটা দেখার।


সরফরাজের ব্যাটিং নিয়ে টিএনটি স্পোর্টসে তিনি বলেন, 'আমি সরফরাজের ব্যাটিং উপভোগ করেছি। আমি তাকে দেখে বেশ কৌতূহলী হয়েছিলাম, কারণ আপনি একজন দারুণ খেলোয়াড় বা রান সংগ্রহকারী না হলে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭০গড়ে রান করেতে পারবেন না। মাঝে মাঝে রাজেন্দ্র ট্রফির কিছু পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ তারা সত্যই ফ্ল্যাট উইকেটে খেলে। যেখানে জাদেজার ট্রিপল সেঞ্চুরিও রয়েছে।'


অবশ্য সরফরাজ নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ব্যাটিংয়ে নেমেই। রোহিত শর্মা আউট হওয়ার পর দ্রুতগতিতে রান তোলা শুরু করেন তিনি। এ সময় মাত্র ৪৮ বলে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন। কিন্তু জাদেজার সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটে সাজঘরে ফিরতে হয় তাকে। যেটা বেশ লজ্জাজনক বলেও অবহিত করেছেন কুক।



সরফরাজের প্রশংসায় কুক আরো বলেন, 'এই মানুষটা (ভালো) ব্যাটিং করতে পারে। তিনি রান আউট হয়েছিলেন এটা সত্যিই লজ্জার। আমি ভালো লেগেছে সে কতটা ইতিবাচক ছিল এবং কতটা দেখেশুনে স্পিনারদের খেলেছে।
'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball