স্বাধীনভাবে না হলে কাজ করে আনন্দ নেই: প্রধান নির্বাচক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। প্রথমবারের মতো বিসিবির কাছ থেকে এমন দায়িত্ব পেয়েছেন সাবেক এই অধিনায়ক। দায়িত্ব পেয়ে স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
১ মার্চ থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব বুঝে নেবেন গাজী আশরাফ। তার সঙ্গে বিসিবির নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার। দায়িত্ব বুঝে নেয়ার আগে হান্নানকে নিয়ে মঙ্গলবার হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন গাজী আশরাফ।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। আমি বিশ্বাস করি স্বাধীনভাবে না হলে কাজ করে কোনো আনন্দ নেই। রাস্তা সব সময় খোলা আছে। আসার রাস্তা খোলা, যাওয়ার রাস্তাও খোলা।’
‘যেহেতু দল নির্বাচন; সেখানে অধিনায়ক, কোচ অবশ্যই সম্পৃক্ত থাকবেন। আন্তর্জাতিক অঙ্গনে যে পদ্ধতি আছে, আমরা কাজটা সেটার মধ্যেই রাখার চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন গাজী আশরাফ। ছিলেন জাতীয় দলের ম্যানেজার, বিসিবি পরিচালক, গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এবং বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।
এদিকে বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক কমিটির সময় দল নির্বাচনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রভাবের জোর গুঞ্জন শোনা যায়। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে হাথুরুসিংহের ইচ্ছা বা অনিচ্ছার কথাই প্রাধান্য পাওয়ার কথা বিভিন্ন সময়ে শোনা গেছে।
নতুনভাবে দায়িত্ব পাওয়ার পর গাজী আশরাফের সময়ও এমনটা হবে কিনা- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বল ইজ নট ইয়েট ডেলিভার্ড। লেট দ্য বল কাম এন্ড লেট মি প্লে দ্যা বল (বল এখনো করা হয়নি। আগে বলটা আসতে দিন, আমাকে খেলতে দিন)।’