promotional_ad

‘তাসকিন টেস্ট খেলতে না চাইলে আমরা জোর করব না’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ

২৬ ফেব্রুয়ারি ২৫
তাসকিন আহমেদ (বামে), নাহিদ রানা (মাঝে) ও মুস্তাফিজুর রহমান (ডানে)

সর্বশেষ বিশ্বকাপ থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও ছিলেন না তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। তবে এখনও ছন্দ ফিরে পাননি তিনি। বিপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে মোটে ৫ উইকেট নিয়েছেন তিনি।


বিপিএলের পরই বাংলাদেশের ব্যস্ত সূচি রয়েছে। ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে দেখা নাও যেতে পারে তাসকিনকে। এখনও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে কিছুই জানাননি তিনি।



promotional_ad

এই পেসার চাইলে তাকে টেস্ট থেকে বিশ্রাম দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই পেসারকে পুরোপুরি ফিট পেতে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি।


আরো পড়ুন

মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির

১২ ঘন্টা আগে
ব্যাটিং অনুশীলনে মুশফিকুর রহিম, ফাইল ফটো

জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'তাসকিনের বিষয়টা এমন না যেটা আপনারা ধারণা করছেন, সে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট খেলতে না চাইলে আমরা আলোচনা করব। তবে আমরা ওকে নিয়ে এমনিও ঝুঁকি নিতে চাই না, কারণ সামনে বিশ্বকাপ আছে। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে না চাইলে আমরা ওকে জোর করব না।'


সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হলেও সাদা পোশাকে খুব একটা দেখা যায় না তাসকিনকে। গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। সর্বশেষ ইনিংসে ৯ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর থেকেই অলিখিত বিরতিতে তিনি।



বাংলাদেশের টেস্ট দলের আরেক পেসার ইবাদত হোসেন এসিএল ইনজুরিতে পড়েছিলেন। এরপর তার অস্ত্রোপচারও করাতে হয়েছে। কবে এই পেসার মাঠে ফিরতে পারবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সেই সঙ্গে তাসকিনকে টেস্টে না পাওয়ায় অন্য পেসারদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। 


সাম্প্রতিক সময়ে শরিফুল ইসলাম তিন ফরম্যাটেই খেলে বেড়াচ্ছেন। তার সঙ্গে রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। দীর্ঘ পরিসরে সাদা পোশাকের ক্রিকেটে সাফল্যের খোঁজ করতে চাইলে তাসকিন-ইবাদতদের ফেরার অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball