ব্যাটারদের ওপর রাগ করে মারিনি তবে হতাশ: তাসকিন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ
২৬ ফেব্রুয়ারি ২৫
দুর্দান্ত ঢাকার ব্যাটারদের মাঝে সবচেয়ে সফল ছিলেন পেসার তাসকিন আহমেদ। দলকে জেতাতে না পারলেও শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। ম্যাচ শেষে তাসকিন জানিয়েছেন, অনুশীলনের ফল হিসেবেই এমন ব্যাটিং করেছেন তিনি। ব্যাটারদের রাগ করে এমন ব্যাটিং না করলেও নাইম শেখ, সাইম আইয়ুবদের ব্যাটিংয়ে হতাশ তাসকিন।
শরিফুল ইসলাম-আরাফাত সানিদের দারুণ বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে ১৪২ রানে আটকে দেয় ঢাকা। লক্ষ্য খুব বেশি বড় না হলেও সেটা তাড়া করতে পারেনি মোসাদ্দেক হোসেন সৈকতের দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাইম, সাইম, সাইফ হাসান, অ্যালেক্স রসদের মতো ব্যাটাররা।

বড় হার অপেক্ষা করলেও শেষদিকে ব্যবধান কমিয়েছেন তাসকিন। জিততে না পারলেও মাত্র ১১ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন তিনি। যেখানে ছয়টি চারই মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচ শেষে তাসকিন আবার মনে করিয়ে দিয়েছেন তিনি ভালো টেইলএন্ডার হতে চান।
‘একার খুশির চেয়ে সবার খুশিটা হলে ভালো হতো’
১৯ ফেব্রুয়ারি ২৪
তাসকিন বলেন, ‘না! না! রাগ করে মারছিলাম না। তা করলে তো লাগবেও না। আমি আসলে অনুশীলন করছি। আগেও অনেকবার বলেছি, ভালো টেইল এন্ডার হতে চাই। নিয়মিতই অনুশীলন করছিলাম। নিজের ভিত্তি ঠিক রেখে বল অনুযায়ী কানেক্ট করার চেষ্টা করছিলাম।’
‘ব্যাটসম্যানদের ওপর রাগ করব কেন (হাসি)। ওরা তো আমাদের সতীর্থ। হ্যাঁ একটু হতাশ। যেহেতু কম রানের ম্যাচও আমরা তাড়া করতে পারিনি। অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমি নিশ্চিত, আমাদের দলের ব্যাটসম্যানরাও হতাশ। দিন শেষে আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সবার ক্যারিয়ারেরও বিষয়। অবশ্যই ভালো অনুভূতি নয়।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিতই খেলছেন তাসকিন ও শরিফুল। বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা দুজন। ঢাকার হয়েও একসঙ্গে খেলছেন তারা। বিপিএলে একই দলের হয়ে খেলায় জাতীয় দলে সাহায্য করবে বলে মনে করেন তাসকিন। সেই সঙ্গে বন্ধন শক্ত করবে বলে জানান তিনি।
তাসকিন বলেন, ‘অবশ্যই (ঢাকায় শরিফুলের সঙ্গে বোলিং জুটি জাতীয় দলে) সাহায্য তো করবেই। আমরা ৫-৬ জন গত কয়েক বছর ধরে একসঙ্গেই খেলছি। কারও কোনো ঘাটতি থাকলে একজন আরেকজনেরটা ধরায় দিতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের বন্ধনকে আরও শক্ত করছে। যেটা আমাদের সামনের দিনে অনেক খেলা আছে, ওখানেও সাহায্য করবে। আশা করি ভালো হবে।’